এই মুহূর্তে




‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জরিওয়ালার অস্বাভাবিক মৃত্যু! দেহ পাঠানো হল ময়নাতদন্তে




নিজস্ব প্রতিনিধিঃ মৃত্যু যেন সত্যিই আকস্মিক! শনিবার (২৮ জুন) সকাল থেকেই বলিউডের মুখ ভার। মাত্র ৪২ বছরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেত্রী শেফালি জরি ওয়ালা। যিনি ‘কাঁটা লাগা’ গানটির আধুনিক ভার্সনে নেচে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলেন। শুক্রবার রাতে আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন অভিনেত্রী। এরপর তাঁকে স্বামী পরাগ ত্যাগী দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর, রাত সাড়ে ১২ টার দিকে তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুপার হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার (এএমও) জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না। শেফালির আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই তাঁর পরিবার ভেঙে পড়েছে। স্বামী এবং মা শোকাহত। অভিনেত্রীর মৃত্যুতে সিনেমা জগতের তারকারাও নির্বাক। ভক্ত এবং সেলিব্রিটিদের সকলের চোখ ভেজা এবং হৃদয় ভারী।

তথ্য অনুযায়ী, পুলিশ শেফালির মৃত্যুতে সন্দেহপ্রকাশ করেছেন। তাঁর মৃত্যুর পর তদন্তের জন্য গতকাল গভীর রাতে মুম্বই পুলিশ শেফালির আন্ধেরির বাড়িতে পৌঁছয়। পাশাপাশি ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছয়। অভিনেত্রীর বাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়েছেন তাঁরা। যদিও তার মৃত্যু সম্পর্কে তাঁর পরিবার এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে পুলিশ এবং ফরেনসিক দল বিষয়টিকে সন্দেহর নজরে দেখছেন। ইতিমধ্যেই মুম্বই পুলিশ কর্মকর্তারা অভিনেত্রী শেফালি জারিওয়ালার স্বামী পরাগ ত্যাগীর বয়ান রেকর্ড করেছেন। এখনও পর্যন্ত ৪ জনের বয়ান রেকর্ড করেছেন। তবে পুলিশ এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু খুঁজে পায়নি। শেফালি জারিওয়ালার মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে, তার স্বামী পরাগ ত্যাগী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ওয়ার্কআউট পোস্ট শেয়ার করেছিলেন, যা অভিনেত্রীর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শেফালি জারিওয়ালা এবং পরশ ছাবড়া ভালো বন্ধু ছিলেন। তারা দুজনেই ‘বিগ বস’ শোতে অংশ নিয়েছিলেন। শেফালির মৃত্যুতে পরশ খুবই দুঃখিত। শেফালির মৃত্যুতে টিভি অভিনেতা আলি গনি মর্মাহত। ইনস্টাগ্রামে পোস্ট করে আলি তার শোক প্রকাশ করেছেন। আলি লিখেছেন- শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর খবর শুনে আমি হতবাক এবং দুঃখিত। জীবন খুবই অপ্রত্যাশিত। শেফালির মৃত্যুর বিষয়ে মুম্বাই পুলিশ জানিয়েছে, “তার মৃতদেহ আন্ধেরি এলাকায় আর বাসভবনে পাওয়া গিয়েছে। মুম্বই পুলিশ রাত ১টায় এই বিষয়ে তথ্য পায়। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।”

শেফালি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন। মৃত্যুর ৩ দিন আগে অভিনেত্রী তাঁর গ্ল্যামারাস ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। শেফালি জারিওয়ালার জন্ম ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে। তার বাবার নাম সতীশ জারিওয়ালা এবং মাতার নাম সুনিতা জারিওয়ালা। শেফালি ২০১৪ সালে পরাগ ত্যাগীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুজনকেই সবসময় একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যেত। ২০০২ সালে প্রকাশিত আইকনিক মিউজিক ভিডিও গান ‘কাঁটা লাগা গার্ল’ তাকে রাতারাতি তারকা করে তুলেছিল। এখনও পর্যন্ত তিনি এই নামেই পরিচিত ছিলেন। এটি ছিল তার কেরিয়ারের সবচেয়ে বড় হিট গান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

টাকার অভাবে হল না কিডনি প্রতিস্থাপন, অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

লুটপাট ও ভাঙচুর, সলমান খানের প্রাক্তন প্রেমিকার পুণের ফার্মহাউসে চোরেদের তাণ্ডব, তদন্তে পুলিশ

ডেবিউ ছবিতেই কামাল, মুক্তির দিনেই ২০ কোটি আয় করল আহান পান্ডের ‘Saiyaara’

‘ভেবেছিলাম মরেই যাব’, ক্যান্সারের কঠিন দিনগুলি কীভাবে পার করলেন মণীষা কৈরালা?

কুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল, মোনালিসার শুটিং দেখতে জনসমুদ্র, অবরুদ্ধ রাস্তা

‘কিংডম’ রিলিজের আগেই অসুস্থ বিজয় দেবেরাকোন্ডা, হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ