এই মুহূর্তে




‘কাঁটা লাগা’ গার্লের রহস্যমৃত্যু, তদন্তে ১৪ জনের বয়ান রেকর্ড, জব্দ সিসিটিভি ফুটেজ




নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী শেফালি জারিওয়ালার অকাল মৃত্যুতে থমথমে বলিউড। গতকাল থেকেই বলিউডের মুখ ভার। অনেক তরুণ প্রজন্মের ছোটবেলা ছিল ‘শেফালি জারিওয়ালা’-র কাঁটা লাগা। নব্বই দশকের প্রজন্মের যৌবনের ঠিক সন্ধিক্ষণেই রিলিজ হয়েছিল গানটি। সেই সময়ে খোলামেলা পোশাকে শেফালি জারিওয়ালা র দুর্ধর্ষ পারফরম্যান্স, তাঁর অসাধারণ সৌন্দর্য, সকল পুরুষের মনে কাঁটা লাগিয়ে দিয়েছিল। সেই রিমিক্সের যুগে এই গানে শেফালির অভিনয়ে রীতিমতো বোল্ড আউট হয়ে গিয়েছিল তরুণ প্রজন্ম। সেই মানুষটি আজ আর বেঁচে নেই। তাই শেফালির মৃত্যুটা সেলিব্রিটি ছাড়াও ভক্তদের কাছে ঝটকা লাগার মতো। শুক্রবার (২৭ জুন) গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শেফালি জারিওয়ালা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তাঁর মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মুম্বই পুলিশ। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠালেও কোনও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়নি। তবে শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর তদন্ত বর্তমানে চলছে।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের মতে, আম্বোলি থানার দুটি দল মামলা দায়ের করা হয়েছে। অভিনেত্রীর স্বামী-সহ চারজনের বয়ান রেকর্ড করা হয়েছে। মুম্বইয়ের কুপার হাসপাতালে শেফালির ময়নাতদন্ত করা হয়েছে। তবে ময়নাতদন্ত ভিডিও-রেকর্ড করা হয়েছে। জানা গিয়েছে, ৫ জন চিকিৎসকের একটি দল ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করছে। যেটি আগামিকাল রিলিজ করবে। তবে প্রাথমিকভাবে, অভিনেত্রীর খাদ্যে বিষক্রিয়ার সন্দেহে মামলা করা হয়েছিল। পরে তদন্তে কোনও ধরণের বিষক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ এখন শেফালির চিকিৎসার ইতিহাসের সকল দিক খতিয়ে দেখছে। জানা গিয়েছে, তিনি ৫-৬ ধরে Anti Ageing চিকিৎসা করাচ্ছিলেন। তাই গত ৮ বছরে শেফালি কোন কোন চিকিৎসকের সংস্পর্শে ছিল, কোন কোন ওষুধ তিনি খাচ্ছিলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়াই সে নিজে নিজে কিছু ওষুধ খেয়েছিল কিনা। এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি এখনও পর্যন্ত, পুলিশ সাতটি সিসিটিভি ফুটেজ নমুনা সংগ্রহ করেছে। ১৪ জনের বক্তব্য রেকর্ড করেছে, যার মধ্যে পরিবারের সদস্য, গৃহকর্মী এবং যারা নিয়মিত শেফালির সঙ্গে যোগাযোগ করতেন তাঁরাও অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশ সেই মেডিকেল স্টোরের ফার্মাসিস্টের বক্তব্যও রেকর্ড করেছে। যেখান থেকে শেফালি এবং তার পরিবার ওষুধ কিনতেন। প্রাথমিক মেডিকেল পরীক্ষার ফলাফল অনুসারে, শেফালির মৃত্যু নিম্ন রক্তচাপ, হৃদরোগ এবং ভারী গ্যাস্ট্রিকের কারণে হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার সন্ধ্যায় ওশিওয়ারা শ্মশানে শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরাগ ত্যাগীর শেষকৃত্য অনুষ্ঠানের সময় তিনি কান্নায় ভেঙে পড়ে ছিলেন। এমনকী পরাগ ত্যাগী অভিনেত্রীর অস্থি বিসর্জন দিতে গিয়েও কেঁদে ফেলেছেন। ২০০২ সালে কাঁটা লাগা মিউজিক ভিডিও দিয়ে শেফালি খ্যাতি অর্জন করেন, যা পপ সংস্কৃতিতে জনপ্রিয়তা লাভ করেন। পরবর্তীতে তিনি ২০০৪ সালে সলমান খান এবং অক্ষয় কুমারের সঙ্গে মুঝসে শাদি কারোগি ছবিতে অভিনয় করেন। তাঁকে নাচ বালিয়ে (সিজন ৫ এবং ৭) এবং বিগ বস ১৩ এর মতো রিয়েলিটি শোতেও দেখা গিয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুক্তির ২ দিন আগেই জোর ধাক্কা, ‘সাঁইয়ারা’ থেকে আহান পান্ডের অন্তরঙ্গ দৃশ্য ছেঁটে ফেলল সেন্সর বোর্ড

বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট বেচে দিলেন সলমান

‘বাক-স্বাধীনতার ঊর্ধ্বে জীবনের অধিকার’, সুপ্রিমকোর্টের ধমক খেলেন ‘উদয়পুর ফাইলস’-এর নির্মাতারা

কোটি কোটি পুরুষের হৃদয় ভেঙে সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে সেলিনা গোমেজ

সামনে এল হ্যারিপটারের ফার্স্ট লুক

নওয়াজউদ্দিনের কন্যার অভিনয়ে মুগ্ধ নেটা নাগরিকরা, বিঁধলেন বাকি তারকা সন্তানদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ