এই মুহূর্তে




‘আমি ঘরে লক্ষ্মী আনতে চাই’, মৃত্যুর আগে শেষ ইচ্ছে কী ছিল ‘কাঁটা লাগা’ গার্লের?




নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই দেশবাসীর মন ভারাক্রান্ত। কৈশোর কাল হারাল নব্বই দশকের প্রজন্ম। মারা গিয়েছেন ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে শেফালি জারিওয়ালা। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে আচমকাই বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই সব শেষ। মারা যান অভিনেত্রী। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তাঁর দেহ ময়নাতদন্তের জন্যে কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পুলিশ অভিনেত্রীর রহস্য মৃত্যুতে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর স্বামী পরাগ ত্যাগী সহ চারজনের বয়ান রেকর্ড করেছে। এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে হাপুস নয়নে কাঁদছেন শেফালির মা। যাই হোক, শেফালির অকাল মৃত্যু কেবল বলিউডেই শূন্যতা তৈরি করেনি। বরং পর্দার বাইরে তাঁর গভীর ব্যক্তিগত যাত্রার দিকেও নতুন করে নজর কেড়েছে ভক্তদের। একবার অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন যে, কাঁটা লাগার পর কেন তাঁকে আর পর্দায় দেখা যায়নি। জানিয়েছিলেন ছোট থেকেই তিনি মৃগী রোগে আক্রান্ত, সেই কারণেই তিনি বেশি কাজ করেন না। অথচ কাটা লাগার পর তাঁর চূড়ান্ত খ্যাতি তাঁকে প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্তদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে তুলেছিল। কাঁটা লাগার পর বিগ বস 13-তে অংশ নিয়ে তিনি আবারও পরিচিত হয়ে উঠছিলেন।

ব্যক্তিগত জীবনে তাঁর দুই বিয়ে। প্রথম বিয়ে তাঁর দুঃস্বপ্ন হলেও দ্বিতীয় বিয়েতে তিনি সুখী ছিলেন। ২০১৪ সালে অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেছিলেন শেফালি। কিন্তু বিয়ের এত বছরেও তিনি মা হতে পারেননি। কিন্তু তাঁর কন্যা সন্তান দত্তক নেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু পরাগ মানতে চান নি। ২০২০ সালে একটি সাক্ষাৎকারে শেফালি জানিয়েছিলেন যে, ‘পরাগ দীর্ঘদিন ধরে আমার আবেগ বুঝতে পারেন নি। বছরের পর বছর ধরে এই অনুভূতিগুলি আমার মধ্যে তৈরি হয়েছিল এবং যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, তাই আমাদের উভয়েরই মতামতের দরকার ছিল। কিন্তু দত্তক সন্তান নেওয়ার ক্ষেত্রে তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল, কেন আমাদের নিজেদের সন্তান হবে না। দত্তক আজও এমন লোকদের জন্য সংরক্ষিত যারা নিজের সন্তান নিতে পারে না। আমরা সেখান থেকে আসিনি, আমরা আমাদের নিজস্ব সন্তান নিতে পারি। পরাগের সঙ্গে বিয়ের ৪-৫ বছর পর, সন্তান ধারণের বিষয়ে আমার মনে নানা ধরণের প্রশ্ন জাগত। আমি একটি শিশু কন্যাকে দত্তক নিতে চেয়েছিলাম।’

অভিনেত্রী আরও বলেন, “বিগ বস ১৩-এর ঘরে থাকার সময়টা আমাকে পরিবার গঠনের কথা ভাবতে বাধ্য করেছে। আমার পরিবারের সদস্যরাও এতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করেছিল। আমার মনে হয় আমার গল্পটা রূপকথার গল্পের চেয়ে কম নয়। আমি খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। “কাঁটা লাগা”-এর পর আমার জীবন বদলে গিয়েছিল। তবে শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে অনেক আইন জড়িত, পাশাপাশি বিস্তৃত কাগজপত্র এবং পরামর্শও রয়েছে। তাই আমার স্বামীর মতামতের প্রয়োজন ছিল। কিন্তু কোভিড লকডাউন প্রক্রিয়াটিকে আরও ব্যাহত করেছে।  আমি একটি শিশু কন্যাকে দত্তক নিতে চাই। ছেলেরা আরও সহজেই ঘর খুঁজে পায়। আমি মনে করি একটি মেয়ের তার বাবা-মায়ের সঙ্গে বন্ধন অন্যরকম। আমি লক্ষ্মীকে ঘরে আনতে চাই। ছেলে হোক বা মেয়ে।’ শেফালি এর আগে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত মিট ব্রাদার্সের সঙ্গীতশিল্পী হরমিত সিংয়ের সঙ্গে বিবাহিত ছিলেন। ২০১৪ সালে, তিনি পরাগ ত্যাগীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৭ বছরের ছোট জসলিনের সঙ্গে প্রেমের গুজব, অবশেষে মুখ খুললেন ভজন সম্রাট

২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের নতুন তারকাদের থাকার সম্ভাবনা

‘কী করছ এটা’, বাড়ির বাইরে ক্যামেরা দেখেই মেজাজ হারালেন বিগ বি, জোর ধমক পাপারাজ্জিদের

বলিউডে শোকের ছায়া, প্রয়াত অমিতাভ বচ্চনের ‘ডন’ ছবির পরিচালক চন্দ্র বারোট

‘সন্তানদের মানুষ করতে পারছিনা’, চরম দারিদ্র্যে ইন্দর কুমারের প্রাক্তন স্ত্রী, হাত পাতলেন সলমানের কাছে

টাকার অভাবে হল না কিডনি প্রতিস্থাপন, অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ