এই মুহূর্তে




‘বাইক চেপে এসেছিলেন একজন….’, শেফালির মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য আবাসনের নিরাপত্তারক্ষীর




নিজস্ব প্রতিনিধি: মাত্র ৪২ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জরিওয়ালা। শুক্রবার রাতে হঠাৎ ই বুকে ব্যাথা অনুভব করেন তিনি। এরপর তাঁর স্বামী পরাগ ত্যাগী তড়িঘড়ি তাঁকে হাসপাতালের নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করেন। শেফালির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। তবে তাঁর দেহ এখন ময়নাতদন্তে পাঠানো হয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক কারণ জানা যাবে না অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুর। তবে শেফালি র মৃত্যুর পর তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টগুলি ভাইরাল হচ্ছে। কাঁটা লাগার পর অভিনেত্রীর পর্দার উপস্থিতি কমে গিয়েছিল। ১৫ বছর তিনি মৃগী রোগের সঙ্গে লড়াই করেছেন অভিনেত্রী। সেই কারণেই বেশি কাজ করতে পারতেন না অভিনেত্রী। তাঁর বৈবাহিক জীবনও সুখের ছিল না। প্রথম স্বামীর দ্বারা তিনি অত্যাচারিত হয়েছিলেন, পরাগ ত্যাগী তাঁর দ্বিতীয় স্বামী। যাই হোক, প্রাথমিক তদন্ত অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শেফালি। কিন্তু অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর ভবনের একজন ওয়াচম্যান কিছু অজানা তথ্য শেয়ার করেছেন।

তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি শেফালি জিকে দেখতে পাইনি। রাত ১০ টার পর তাঁর গাড়ি চলে যাওয়ার সময় আমি ভবনের গেট খুলে ছিলাম। এছাড়া আমি আর কিছুই জানিনা। এরপর রাত ১ টার দিকে জানতে পারি শেফালি জি আর বেঁচে নেই। আমি তাঁর মৃত্যুর খবর প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। কারণ আমি তাঁকে সুস্থ অবস্থায় দেখেছি। এরপর একজন বাইক করে এসে মোবাইল ফোনে শেফালির ছবি দেখিয়ে বলেন তিনি আর নেই। আমি তখনও তাঁকে বলেছিলাম অভিনেত্রীর মৃত্যু আমার কাছে নিশ্চিত নয়। আপনি উপরে গিয়ে নিশ্চিত করুন। তখন সেই বললো, না আমি উপরে যাব না আমি হাসপাতালে যাচ্ছি। তারপরে সে হাসপাতালে চলে গেল।’ তবে প্রহরীকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল যে, সেই মুহূর্তে শেফালির বাড়িতে আর কে কে আছেন, তাও তিনি বলতে পারেন নি। পাশাপাশি তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, শেষ কবে তিনি অভিনেত্রীকে দেখছিলেন?

তার উত্তরে প্রহরী বলেন, ‘আমি তাঁকে প্রায়শই দেখতাম স্বামীর সঙ্গে যাতায়াত করছেন। শেষ ২ দিন আগে দেখেছিলাম। শেফালির আচরণ খুবই ভাল ছিল। সে কখনো কাউকে বাধা দিত না। সে শুধু তাঁর কাজটাই করত মন দিয়ে। সে খুব ভাল মানুষ ছিল।’ তবে অভিনেত্রীর মৃত্যু নিয়ে রহস্য আরও পাকিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই মুম্বই পুলিশ অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালিয়েছে। তাঁর স্বামী সহ চারজনের বযান রেকর্ড করেছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবেনা। বর্তমানে শেফালির অকাল মৃত্যুতে শেফালির পরিবার শোকস্তব্ধ। পাশাপাশি অভিনেত্রীর ইন্ডাস্ট্রির বন্ধুরাও ভেঙে পড়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

টাকার অভাবে হল না কিডনি প্রতিস্থাপন, অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

লুটপাট ও ভাঙচুর, সলমান খানের প্রাক্তন প্রেমিকার পুণের ফার্মহাউসে চোরেদের তাণ্ডব, তদন্তে পুলিশ

ডেবিউ ছবিতেই কামাল, মুক্তির দিনেই ২০ কোটি আয় করল আহান পান্ডের ‘Saiyaara’

‘ভেবেছিলাম মরেই যাব’, ক্যান্সারের কঠিন দিনগুলি কীভাবে পার করলেন মণীষা কৈরালা?

কুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল, মোনালিসার শুটিং দেখতে জনসমুদ্র, অবরুদ্ধ রাস্তা

‘কিংডম’ রিলিজের আগেই অসুস্থ বিজয় দেবেরাকোন্ডা, হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ