-273ºc,
Friday, 2nd June, 2023 9:55 pm
নিজস্ব প্রতিনিধি: ৮০-৯০ দশকের বলিউডের একাধিক অভিনেত্রীকে আজ আর অভিনয়ে দেখা যায়না। তাঁদের মধ্যে কেউ কেউ সফলতা পেয়েও অভিনয় থেকে বিদায় নিয়েছেন, আবার কেউ কেউ সংসারের জন্যে দেশই ছেড়েছেন। বলিউডকে চির বিদায় দিয়েছেন। যাঁদেরকে দেখলেও অনেকে চিনতে পারবেন, অথচ এককালে তাঁরাই দাপটের সঙ্গে বলিউডে রাজ করেছেন। একাধিক সুপারস্টারের সঙ্গে অভিনয় করেছেন। হ্যাঁ, জানাবো বলিউডের এমনই কয়েকজন সুপারস্টার অভিনেত্রীদের নাম, যাঁদের অভিনয়ের ছটা এককালে গোটা দেশকে পাগল করেছে এবং পুরুষদের রাতের ঘুম উড়িয়েছে।
অনু আগরওয়াল: ব্লকবাস্টার চলচ্চিত্র ‘আশিকি’র মাধ্যমেই এই অভিনেত্রী খ্যাতি অর্জন করেছিলেন। এছাড়াও তিনি কিং আঙ্কেল, খলনায়িকার মতোও একাধিক চলচ্চিত্রে অভিনয় করে রাতারাতি প্রশংসা অর্জন করেছিলেন। অন্যান্য চলচ্চিত্র করেছিলেন। তাঁকে শেষবার রূপোলি পর্দায় দেখা যায় ১৯৯৬ সালে। এরপর তিনি একটি দুর্ঘটনার মুখোমুখি হওয়াতে চলচ্চিত্র থেকে পুরোপুরি সরে যান। বর্তমানে তিনি বিহারের মুঙ্গিরের বিখ্যাত যোগ বিশ্ববিদ্যালয়ে যোগ শিক্ষা দিচ্ছেন।
মীনাক্ষী শেশাদ্রি: এই সুন্দরী অভিনেত্রী বলিউডে প্রায় ৮০ টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ১৯৯০-এর দশকে ব্যপক অর্থনৈতিক সম্পত্তিরও মালিক হয়েছিলেন। কিন্তু হঠাৎই তিনি হারিয়ে গেলেন। বিয়ের পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস করছেন।
মমতা কুলকার্নি: নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে আধ্যাত্মিকতার পথ নিয়েছেন। এমনকী আধ্যাত্মিকতার উপরে তিনি একটি বইও লিখেছেন। তবে তাঁর বিষয়ে একটি খারাপ অভিযোগ রয়েছে। জানা যায়, তিনি ড্রাগ কিংপিন ভিকি গোস্বামীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, কিন্তু তাঁকে বিয়ে করেননি।
ময়ূরী কঙ্গো: পাপা কাহতেন হ্যায় ছবির “ঘর সে নিকেলতে হি” গানের মেয়েটি আজও ভক্তদের হৃদয়ে বর্তমান। ছবিটি তেমন ব্যবসা করতে না পারলেও গানটিতে অভিনয় করে তিনি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন। বর্তমানে তিনি বৈবাহিক সুখ উপভোগ করছেন। এবং গুগলের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।
নীলম: নীলম কোঠারি চলচ্চিত্র না করলেও সামাজিক ফ্রন্টে বেশ সক্রিয়। তিনি বিয়ে করেছেন টিভি অভিনেতা সমীর সোনিকে।
সোমি আলি: সলমনের বান্ধবী হিসেবে গোটা বিশ্বের কাছে পরিচিত এই অভিনেত্রী। তিনি সঞ্জয় দত্ত, ওম পুরি, সুনীল শেঠি এবং সইফ আলি খানের সঙ্গে অভিনয় করেছেন। কিন্তু সলমনের সঙ্গে তাঁর বিচ্ছেদের পর তিনি ফ্লোরিডায় পাকাপাকি বসবাস শুরু করেন। আর ভারতে ফিরে আসেননি।
সোনু ওয়ালিয়া: তাঁর সেক্সি ইমেজ, আকর্ষণীয় চেহারা, কিছু লাভজনক প্রকল্প আজও মানুষের স্মৃতিতে অটুট। তবে তিনি টিভি চরিত্রে অভিনয়ের পর নিখোঁজ হয়ে গিয়েছেন।
গ্রেসি সিং: লাগান ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। এরপর তিনি মুন্নাভাই এমবিবিএস-এ অভিনয় করেন। তাঁর অভিনীত সকল ছবিই দারুণ হিট হয়েছিল।কিন্তু এরপরেই তিনি বি-টাউন থেকে হারিয়ে যান।
ফারাহ: তব্বুর বড় বোন ফারাহ, ফাসলে চলচ্চিত্রের মাধ্যমে দুর্দান্তভাবে বলিউডে প্রবেশ করেছিলেন। তাঁকে সর্বশেষ দেখা যায়, ২০০৪ সালের ফ্লিক এবং হালচালে।
ভূমিকা চাওলা: এই সুন্দরী অভিনেত্রী তেরে নাম সিনেমায় সলমন খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি অভিষেকের সঙ্গে রান এবং সালমানের সঙ্গে আরও একটি ছবি করেন। কিন্তু যোগ গুরু ভরত ঠাকুরের সঙ্গে বিয়ের পর তিনি বড় পর্দা থেকে সরে যান।
আয়েশা জুলখা: এককালে আমির, সালমান এবং অক্ষয়ের সঙ্গে দাপিয়ে কাজ করেছেন বলিউডে। বেশ কয়েকটি হিট ছবি উপহার দিয়েছেন। তাকে শেষ দেখা যায় ২০০৬ সালের একটি বলিউড চলচ্চিত্রে।
অশ্বিনী ভাবে: রাজ কাপুরের আবিষ্কার, এই সুন্দরী মেয়েটিকে ঋষি কাপুর এবং অক্ষয় কুমারের বিপরীতে একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে, তবে ইদানীং বলিউডে খুব কমই কাজ করছেন তিনি।
মন্দাকিনী: যিনি ১৯৮৫ সালের ‘রাম তেরি গঙ্গা মেলি’ দিয়ে বলিউড আত্মপ্রকাশ করেন। তাঁর অভিনয় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের জন্য লাইমলাইট থেকে দূরে সরে যান।
মনিকা বেদি: মনিকা বেদি তাঁর গ্যাংস্টার প্রেমিক আবু সালেমের সঙ্গে বহু বছর ধরে ছিলেন। অবশেষে তাঁকে পর্তুগাল থেকে নির্বাসিত করা হয়েছিল।
নম্রতা শিরোদকার: তিনি ভাস্তভ এবং ব্রাইড এবং প্রেজুডিসের মতো একাধিক ছবিতে অভিনয় করেছিলেন, কিন্তু বিয়ের পর তিনি চলচ্চিত্র ছেড়ে দেন। তাঁর স্বামী তেলেগু সুপারস্টার মহেশ বাবু।
ভাগ্যশ্রী: ম্যায়নে পেয়ার কিয়ার মতো একটি সুপারহিট ছবির মাধ্যমে ডেবিউ করেও, অকালেই হারিয়ে যান এই অভিনেত্রী। তাঁর স্বামীর সঙ্গে অভিনয় করার শর্ত ছিল, তাই তিনি ক্যারিয়ারকে ধ্বংস করেন।
মধু: তাঁর সুপারহিট ছবি ফুল অর কাঁতে এবং রোজাতে দুর্দান্ত অভিনয়ের পরে, মধু বেশ কিছুদিন বলিউডে চর্চায় ছিলেন তিনি। কিন্তু তিনি বলিউড থেকে উধাও হয়ে যান। মাঝে মাঝে ছোট ছোট চরিত্রে দেখা যেত তাঁকে, কিন্তু এখন আর অভিনয় করেন না।
মহিমা চৌধুরী: মহিমা, পরদেশ সিনেমায় তাঁর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার মাধ্যমে লাইমলাইটে আসেন। দুর্ভাগ্যবশত তারপরে তাঁর চলচ্চিত্রগুলি তেমন সফল হয়নি এবং তিনি ধীরে ধীরে বলিউড থেকে বিবর্ণ হয়ে যান।