এই মুহূর্তে

‘আমার কনসার্টে দয়া করে আসবেন না’, রাজনীতিবিদদের উদ্দেশ্যে বার্তা সোনু নিগমের

নিজস্ব প্রতিনিধিঃ আচমকা চটে গেলেন কিংবদন্তি গায়ক সোনু নিগম। তাঁর কনসার্টে রাজনীতিবিদদের উপস্থিত থাকতে স্পষ্ট না করে দিলেন গায়ক। কিন্তু কেন? আসলে সম্প্রতি রাজস্থানে একটি কনসার্ট ছিল সোনু নিগমের। আর সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী সহ একাধিক আইনপ্রণেতা। কিন্তু কনসার্ট চলাকালীন মাঝামাঝি সময়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী-সহ সকল মন্ত্রী রা কনসার্ট ছেড়ে চলে যান। আর তাতেই অসন্তুষ্ট হন গায়ক। এরপরেই গায়ক তাঁর INSTAGRAM হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার উদ্দেশ্যে অসন্তোষ প্রকাশ করেন।

গায়ক ভিডিওতে বলেছেন, ‘হ্যালো, বন্ধুরা আমি রাজস্থানের জয়পুরের একটি কনসার্ট থেকে সদ্য ফিরলাম। কনসার্টের নাম ছিল ‘রাইজিং রাজস্থান’। কনসার্টে পারফরম্যান্স দিতে পেরে খুবই আনন্দিত আমি। খুব ভাল ভাল মানুষ এসেছিল আমার গান শুনতে। বিশেষ করে, রাজস্থানের গৌরব বাড়াতে রাজস্থানের প্রতিটি কোণ থেকে দর্শকরা অনুষ্ঠানে এসেছিলেন। এছাড়া রাজস্থানের মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রীও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অন্ধকারে অনুষ্ঠানে সবাইকে ঠিকভাবে দেখতে পাইনি। তবে অনেক লোকজন ছিল। কিন্তু অনুষ্ঠানের মাঝে হঠাৎই আমার চোখে পড়ল যে, মুখ্যমন্ত্রী উঠে চলে গেলেন এবং তাঁর পিছু পিছু নাকি মন্ত্রীরাও চলে গেলেন।’

পাশাপাশি সোনু নিগম আরও বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি, আপনারাই যদি শিল্পীকে সম্মান না করতে পারেন, তাহলে বাইরের মানুষ কী করে সম্মান করবেন! আমি আমেরিকায় কখনও দেখিনি যে, অনুষ্ঠানে এসে সেখানকার প্রেসিডেন্ট মাঝপথে উঠে চলে যাচ্ছেন। যদিও যাওয়ার হয়, সে তাহলে শিল্পীকে জানিয়ে যাবে। সংকেত দিয়ে যাবে। যদি আপনাদের শো ছেড়ে চলে যাওয়ারই হয়, তাহলে শোয়ে আসার দরকারই নেই কারোর। যদি শোয়ে আসেন তাহলে মাঝপথে উঠে চলে যাবেন না। নয়তো এ ধরণের শোয়ের আয়োজন করবেন না। আমি অনুরোধ করছি, যদি কনসার্ট চলাকালীন উঠে যেতে হয় তাহলে কনসার্টে মঞ্চ দখল করে বসে থাকবেন না। আগে থেকে চলে যাবেন। নিজের ক্ষমতা ধরে রাখুন। জানি আপনি খুব ব্যস্ত, তাই অযথা শোয়ে এসে সময় নষ্ট করবেন না। এতে মা সরস্বতীকে অপমানাত হন।’ সোনুর ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা গায়কের সঙ্গে একমত হয়েছেন।

 

সোনু ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “ভারতের সমস্ত সম্মানিত রাজনীতিবিদদের কাছে একটি বিনীত অনুরোধ, দয়া করে কোনও শিল্পীর কোনও পারফরম্যান্সে উপস্থিত হবেন না।” নভেম্বরে ‘ভুল ভুলাইয়া ৩’-এর টাইটেল ট্র্যাকে গেয়ে শিরোনাম হয়েছিলেন সোনু নিগম। তাঁর কন্ঠে বহুদিন পরে এমন একটি গান শুনে গায়ককে ভালবাসায় ভরিয়ে দেন ভক্তরা। এছাড়া বলিউডে তাঁর অবদান অনস্বীকার্য। গায়ক, যিনি কাল হো না হো, ইয়ে দিল, দিওয়ানা এবং আরও অনেক হিট গান বলিউডকে উপহার দিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সইফের হামলাকারীর নয়া ছবি প্রকাশ্যে, হামলার পরেই বদলে নিয়েছিল পোশাক

আজ থেকেই প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর বাড়তি ২০ মিনিট দেখতে পারবেন ভক্তরা

TRP-তে চমক! গীতা LLB, ফুলকিকে বোল্ড-আউট করে নতুনের জয়জয়কার

সইফের হামলাকারী অধরা, নিরীহ লোককে পাকড়াও পুলিশের

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের মধ্যেই ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া

সইফের ওপরে হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করল পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর