-273ºc,
Sunday, 4th June, 2023 8:14 am
নিজস্ব প্রতিনিধি: বলিউড এবং দক্ষিণী সিনেমাগুলির তুলনায় আঞ্চলিক ভাষার ছবি বা ধারাবাহিকগুলির বাজেট সর্বদা কমই হয়। বাংলা ইন্ডাস্ট্রিও ব্যতিক্রম নয়। এখানেও বড় পর্দার তুলনায় সিরিয়ালগুলির বাজেট অনেকটাই কম। সেক্ষেত্রে শুটিংয়ের খাতিরে কলকাতার বাইরে শুটিং করা গেলেও বিদেশে গিয়ে শুটিং করার কথা কেউ ভুলেও মাথায় আনে না। তাই বেশির ভাগ সিরিয়ালগুলির পাহাড়ে না সমুদ্রে শুটিং করতে হলে দার্জিলিং বা দীঘা-বকখালির সাহায্য নিতে হয়।
এতে শুটিংয়ের খরচটাও কমে যায়। তৎকালীন যুগে বিদেশে বাংলা সিনেমা শুটিংয়ের কথাও কল্পনা করতে পারতেন না কেউ। তবে এখন যুগ বদলেছে, চিন্তাভাবনাও বদলেছে। এখন সিনেমার শুটিং তো হয়ই, এবার সিরিয়ালেও ঢুকতে চলেছে বিদেশের একাধিক লোকেশন। এতদিন পর্যন্ত ইন্ডোর শুটিং স্পট বলতে ইন্দ্রপুরী, NT1, নারায়াণী-সমেত কয়েকটি স্টুডিও ছিল, আর আউটডোর মানে মন্দারমণি, গোপালপুর দার্জিলিং। কিন্তু এ বার বাংলা সিরিয়ালের শুটিং হচ্ছে বিদেশের মাটিতে। সম্প্রতি ব্যাঙ্ককে উড়ে গেল টিম ‘বাংলা মিডিয়াম’।
সেখান থেকেই সিরিয়ালের মুখ্য মুখ নীল ভট্টাচার্য ও তিয়াশা লেপচা জুটিতে ছবি দিলেন। সঙ্গে রয়েছেন নায়কের দিদি অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীও। ব্যাঙ্কক, পটায়ায় শুটিং চলছে। ফাঁকে ফাঁকে চলেছে কেনাকাটা, সমুদ্র সৈকতে জমিয়ে ছবি তোলা। সদ্য ১০০ পর্বে পা দিয়েছে এই সিরিয়াল। কিন্তু তাও টিআরপিতে রাজত্ব জমাতে পারছে না এই সিরিয়াল। এদিকে কৃষ্ণকলির পর আবারও নীল-তিয়াসা জুটিকে দেখে আনন্দে উৎফুল্ল অনুরাগীরা।