এই মুহূর্তে




অস্কারের মঞ্চ ‘ওপেনহাইমার’-এর দাপট, মোট ৭ বিভাগে জয়ী এই ছবি




নিজস্ব প্রতিনিধি: হয়ে গেল ৯৬ তম আকাডেমি অ্যাওয়ার্ড (96th academy award)। ১০ মার্চ লস অ্যাঞ্জেলেসের হলিউডের মর্যাদাপূর্ণ ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল অস্কার। ২০২৩ সালে অস্কারের অনুষ্ঠানে জয়জয়কার হয়েছিল ভারতের। কারণ ‘RRR’-এর সেরা গান ‘নাটু নাটু’ অস্কার জিতেছিল। এছাড়াও অস্কারের একজন উপস্থাপক হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। পাশাপাশি প্রথম ভারতীয় তথ্যচিত্র হিসেবে ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’ অস্কার পুরস্কারে ভূষিত হয়েছিল। কিন্তু এ বছর ভারত থেকে একাধিক চলচ্চিত্র পাঠানো হলেও মনোনয়ন পায়নি কেউই।

সুতরাং মূল মঞ্চে পৌঁছনোর আগেই খেয়েছে হোঁচট। গোটা বিশ্বের চলচ্চিত্রের জন্যে অস্কার হল অতি সম্মানীয় পুরস্কার। যাই হোক, এ বছর অস্কারের সিংহভাগ দখল ছিল ক্রিস্টোফার নোলানের পরিচালনায় ওপেনহাইমার। তর্কযোগ্যভাবে হলিউডের বছরের সবচেয়ে বড় ইভেন্টে, এই ছবিই বেশি প্রাধান্য পেল। সিলিয়ান মারফি অভিনীত বায়োপিক ওপেনহাইমার ৯৬ তম আকাডেমি পুরস্কারে মোট সাতটি অস্কার জিতেছে। যা কিনা নির্দ্বিধায় ওপেনহাইমার দলের জন্যে ঐতিহাসিক সাফল্য। সেরার সেরা ছবি হয়েছে ওপেনহাইমার সেরা ছবি, সেরা পরিচালক হয়েছেন এই ছবির পরিচালক ক্রিস্টোফার নোলান এবং সেরা অভিনেতা হয়েছেন ছবির নায়ক সিলিয়ান মারফি। এছাড়াও রবার্ট ডাউনি জুনিয়র, যিনি পারমাণবিক শক্তি কমিশনের প্রধান লুইস স্ট্রস চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে কেরিয়ারের প্রথম অস্কার জিতলেন। তিনি প্রত্যেকের প্রিয় কেন, ওরফে রায়ান গসলিং, যিনি মারগট রবির বার্বি-তে অভিনয়ের জন্য মনোনীত হয়েছিলেন, তাঁকে পরাজিত করেছেন।

এছাড়াও ওপেনহাইমার সেরা চলচ্চিত্র সম্পাদনা, সেরা শব্দ, সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা মৌলিক হিসেবেও পুরস্কার জিতেছে। যদিও ওপেনহাইমারের জয় কোন আশ্চর্যের বিষয় নয়, কারণ পুরো পুরস্কারের মরসুমে বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে জিতে অস্কার পুরস্কার জেতার পূর্বাভাস দিয়েছিল তাঁরা আগেই। ওপেনহাইমার বাফটাতে সেরা ছবি জিতেছিল, পাশাপাশি ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডস এবং গোল্ডেন গ্লোব সেও জিতেছে এই ছবির ছবি। এদিকে অ অস্কারে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতলেন, এমা স্টোন। এটি ছিল স্টোনের দ্বিতীয় অস্কার। তিনি এর আগে লা লা ল্যান্ডে তার অভিনয়ের জন্য পুরস্কার জিতেছিলেন, যেখানে তিনি রায়ান গসলিং-এর বিপরীতে জুটি বেঁধেছিলেন। তবে অস্কারের অনুষ্ঠানেও বার্বিকে আবারও বাদ দেওয়া হয়েছে।

যেখানে গতবছর এই ছবির গোটা বিশ্বব্যাপী আয় ছিল প্রায় কয়েক বিলিয়ন। এদিকে সেরা পার্শ্ব অভিনেতা এবং অভিনেত্রী বিভাগে মনোনীত আমেরিকা ফেরেরা এবং রায়ান গসলিং কেউই জিততে পারেননি। বার্বি সেরা ছবির বিভাগেও মনোনীত হয়েছিল, কিন্তু ওপেনহাইমারের কাছে হেরে গিয়েছে এই ছবি। বার্বি এবং ওপেনহেইমার উভয়ই একই দিনে, ২১ জুলাই, সিনেমা হলে মুক্তি পেয়েছিল। যাই হোক, এবার অস্কার হোস্ট করেছেন জিমি কিমেল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্ধর্ষ অ্যাকশন মুডে দক্ষিণী সুন্দরী সামান্থা, নয়া সিরিজে সঙ্গী বরুণ, মুক্তি কবে!

‘এখন আর যৌবন নেই, বুড়ি হয়ে গেছি’, শুটিং সেটে পরে গুরুতর আহত জিনাত আমন

Do Patti: ‘১০ জনকে রিজেক্ট করে শাহিরকে সিলেক্ট’, কোন যাদুতে কৃতিকে মুগ্ধ করেছিলেন অর্জুন?

লরেন্স বিষ্ণোইয়ের প্রশংসায় পঞ্চমুখ, তবে কি শত্রু সলমানের বিনাশ চাইছেন বিবেক অবেরয়ও?

ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধে হার, ৫৭ বছরেই প্রয়াত জনপ্রিয় অভিনেতা

কৃতি স্যানন ও তাঁর যমজ বোনকে খুঁজতে মরিয়া কাজল, প্রকাশ্যে ‘দো পাত্তি’-র ট্রেলার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর