এই মুহূর্তে




শেফালি জারিওয়ালার ‘মৃত্যু কভারেজ’, মুম্বই পাপারাজ্জিদের কাণ্ডে ঝাঁঝিয়ে উঠলেন বরুণ




নিজস্ব প্রতিনিধি: ‘কাঁটা লাগা’-খ্যাত শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে ভারাক্রান্ত গোটা বলিউড। গত শুক্রবার (২৭ জুন) গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। জানা যায়, সেদিন রাতে বুকে ব্যাথা অনুভব করায় অভিনেত্রী তড়িঘড়ি তাঁর স্বামী পরাগ ত্যাগী বেলভিউ হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই সব শেষ। মারা যান অভিনেত্রী। তবে ঘটনাতে মুম্বই পুলিশ সন্দেহপ্রকাশ করেছিলেন। তাই অভিনেত্রীর দেহ ময়নাতদন্তের জন্যে মুম্বইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ময়নাতদন্তে কোনও চাঞ্চল্যকর তথ্য পাননি পুলিশ। এদিকে অভিনেত্রীর স্বামী-সহ তাঁর ভবনের ৪ জনের বয়ান রেকর্ড করেছেন পুলিশ। যাই হোক, গতকাল অভিনেত্রীর দেহ কাটা ছেঁড়ার পর সন্ধ্যা নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সবটাই পাপারাজ্জিদের ক্যামেরায় ফুটে উঠেছে। শুধু তাই নয়, অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগীর নানা বিধ্বস্ত মুহূর্ত পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে।

পাশাপাশি শেফালির ঘনিষ্ঠ বন্ধুরা তাঁকে শেষ বিদায় জানাতে এসেছিলেন, তাঁর পরিবারের শোকাচ্ছন্ন মূহুর্তগুলি সবটাই পাপারাজ্জিরা তাঁদের ক্যামেরায় ফুটিয়ে তুলেছেন। তাতেই আপত্তি তুলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। শেফালির মৃত্যুর পর তাঁর স্বামী পরাগ ত্যাগীর পোষ্য কুকুর নিয়ে হাঁটাচলার মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই নিয়েই তাঁকে নিয়ে নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও দিনভর সেখানে উপস্থিত পাপারাজ্জিরা শেফালির পরিবারের সদস্য এবং বন্ধুদের দিকে ক্যামেরা তাক করে রেখে ছিল, তাতেই সমালোচনার ধুম উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একজনের মৃত্যুর মতো দুঃখজনক পরিবেশে ভিউজের লোভে পাপারাজ্জিদের আনাগোনা সোশ্যাল মিডিয়ার কাছেও দৃষ্টিকটু লেগেছে। এমনকী শেফালির স্বামীও অনেকবার পাপারাজ্জিদেরকে অনুরোধ করেছিলেন, যাতে তাঁকে ক্যামেরায় ধারণ না করেন। এবং তাঁর পরীর শান্তির জন্যে প্রার্থনা করতে বলেছিলেন। তাঁকে হাত জোর করতেও দেখা গিয়েছিল। পরাগ এবং শেফালির আত্মীয়স্বজন এবং বন্ধুরা যারা হাসপাতাল বা তাদের বাসভবনে সমবেদনা জানাতে এসেছিলেন, তাদের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা। মেয়ের মৃত্যুর খবর শুনে শেফালির মা অসহ্য কান্নার একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছিল। এবার এই ‘অসংবেদনশীল কভারেজ’ নিয়ে মিডিয়াকে তুলোধনা করলেন অভিনেতা বরুণ ধাওয়ান।

পাশাপাশি সকলকে শ্রদ্ধা জানানোর জন্যে আহ্বান জানালেন। রবিবার (২৯ জুন) অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, “আবারও একজন আত্মার (শেফালি জারিওয়ালা) অসংবেদনশীলভাবে সংবাদ প্রচার করা হচ্ছে। আমি বুঝতে পারছি না কেন আপনাকে কারও শোক কভারেজ করতে হবে, সবাই এতে এত অস্বস্তি বোধ করছে। এটি কীভাবে কারও উপকার করছে। মিডিয়ার বন্ধুদের কাছে আমার অনুরোধ, কেউ তাদের শেষ যাত্রা কভারেজ করবেন না।” এদিকে মুম্বই পুলিশ জানিয়েছে, শেফালির ময়নাতদন্ত করা হয়েছে এবং তার মৃত্যুর কারণ সম্পর্কে মতামত ‘সংরক্ষিত’ রাখা হয়েছে। শেফালির মৃত্যুতে কোনও অনিয়ম সন্দেহ করা হচ্ছে না। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আরও জানা গিয়েছে, শেফালি গত ৫-৬ বছর ধরে তারুণ্য ধরে রাখার জন্য বিশেষ চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর দিন, বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের জন্য উপবাস পালন করা সত্ত্বেও, তাঁকে নিয়মিত ইনজেকশন নিতে হত। এর ফলে হৃদরোগের কারণে তার মৃত্যু হতে পারে।সেদিন রাত ১০টা থেকে ১১টার মধ্যে শেফালির স্বাস্থ্যের হঠাৎ অবনতি ঘটে, কারণ তিনি কাঁপতে শুরু করেন এবং শীঘ্রই জ্ঞান হারিয়ে ফেলেন।২০০২ সালের কাঁটা লাগা মিউজিক ভিডিও দিয়ে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুক্তির ২ দিন আগেই জোর ধাক্কা, ‘সাঁইয়ারা’ থেকে আহান পান্ডের অন্তরঙ্গ দৃশ্য ছেঁটে ফেলল সেন্সর বোর্ড

বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট বেচে দিলেন সলমান

‘বাক-স্বাধীনতার ঊর্ধ্বে জীবনের অধিকার’, সুপ্রিমকোর্টের ধমক খেলেন ‘উদয়পুর ফাইলস’-এর নির্মাতারা

কোটি কোটি পুরুষের হৃদয় ভেঙে সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে সেলিনা গোমেজ

সামনে এল হ্যারিপটারের ফার্স্ট লুক

নওয়াজউদ্দিনের কন্যার অভিনয়ে মুগ্ধ নেটা নাগরিকরা, বিঁধলেন বাকি তারকা সন্তানদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ