এই মুহূর্তে




‘দাদা’র বায়োপিকে রাজকুমার রাও, নিজের চরিত্রে পর্দার অভিনেতাকে পেয়ে কতটা খুশি সৌরভ?

courtesy: google




নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েক বছর ধরে আলোচনায় রয়েছে ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। ছবির চিত্রনাট্যের কাজ শেষ হলেও দাদার ভূমিকায় কে অভিনয় করবে ন তা নিশ্চিত করা যাচ্ছিল না। শোনা গিয়েছিল, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ভূমিকায় অভিনয়ের জন্যে একাধিক বলিউড অভিনেতাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। যাঁদের মধ্যে ছিলেন আয়ুষ্মান খুরানা, রণবীর কাপুর, হৃতিক রোশন। কিন্তু কেউই দক্ষ ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করতে রাজি হননি। শেষমেশ স্বনামধন্য প্রতিভাবান অভিনেতা রাজকুমার রাওকে দাদার চরিত্রে বেছে নেওয়া হয়েছে। বিষয়টি নিজের বিবাহবার্ষিকীতে জানিয়েছিলেন সৌরভ নিজেই। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে অভিনয় করবেন, তাও অনিশ্চিত। কিন্তু রাজকুমার রাওকে নিজের চরিত্রে মনোনীত করে কতটা খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়?

২০১৯ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের ঘোষণা হয়েছিল। কিন্তু অভিনেতার অভাবে এখনও কাজ শুরু হয়নি। জানা গিয়েছিল, ছবি হবেই না। এ নিয়ে মাঝে মধ্যেই মুম্বইয়ে চিত্রনাট্যের জন্যে দৌড়াতেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিচালক বিক্রম মোতওয়ান এবং লভ রঞ্জনের প্রযোজনায় তৈরি হতে চলেছে সৌরভের জীবনীচিত্র। তাঁদের সঙ্গে গত দু’বছরে নানা সময়ে নানাভাবে আলোচনা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু সৌরভের চরিত্রে রণবীরকেই দেখতে চেয়েছিলেন দাদার অনুরাগআরা। তবে সেটা সম্ভব হচ্ছে না। কারণ সৌরভের হার-না-মানা লড়াই তেমনভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন না রণবীর। কারন সৌরভ মানেই আপামর বাঙালির ইমোশন। তাই বাংলাকেও পর্দায় ভালমত রাখতে হবে।

সৌরভ শুধুমাত্র ক্রিকেটের গণ্ডিতে সীমাবদ্ধ নন। তিনি দেশের অন্যতম সেরা অধিনায়কও বটে। দীর্ঘ কেরিয়ারে সাফল্য ব্যর্থতা দুটোই দেখেছেন তিনি। ক্রিকেটের ২২ গজ থেকে ‘দাদাগিরি’, বিজ্ঞাপন অভিনয় সবক্ষেত্রেই তিনি সেরা। কয়েক বছর বিসিসিআইয়ের প্রেসিডেন্টপদও সামলেছেন তিনি। তাই দাদার কেরিয়ার পর্দায় জীবন্ত করে তুলবে তেমন কাউকেই চেয়েছিলেন সৌরভ। অবশেষে রাজকুমার রাওকেই তাঁর নিজের চরিত্রের জন্যে সেরা মনে হয়েছে। রাজকুমার প্রসঙ্গে সৌরভ আগেই জানিয়েছিলেন, তাঁর মনে হয় রাজকুমার রাও একেবারে সঠিক মানুষ। তবে শুটিংয়ের সময় তাঁকে সবরকমভাবে সাহায্য করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন সৌরভ। আসন্ন জুলাই মাস থেকেই শুরু হবে ছবির শুটিং।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির কার্যনির্বাহী প্রযোজক রাহুল গান্ধি?

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

‘সুশান্তের মতোই টার্গেটে আছেন কার্তিক’, অমল মালিকের ভিডিওটি মুছে ফেলার হুমকি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ