এই মুহূর্তে




কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

নিজস্ব প্রতিনিধি: বলিউডের প্রখ্যাত কাপুর পরিবার অর্থাৎ কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক রাজ কাপুর পরিবার। বলা চলে, বলিউডে যাদের দাপট চলে বেশি। রণবীর কাপুর থেকে করিনা কাপুর, করিশ্মা কাপুর, নীতু কাপুর, ঋষি কাপুর, শাম্মি কাপুর, সকলেই বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী। তবে রাজ কাপুরের নাম ভাঙ্গিয়ে নয়, বরং সকলেই নিজস্ব যোগ্যতায় বলিউডে নাম কামিয়েছেন। বর্তমানে ঋষি কাপুর-পুত্র রণবীরে কাপুরের স্ত্রী আলিয়া ভাট। তিনিও একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালকের কন্যা, এখন কাপুর পরিবারের বউমা। পাশাপাশি বলিউডের প্রথম সারির নায়িকা। বলিউডে আলিয়ার অবদানও অনস্বীকার্য। তবে তাঁর শ্বশুরবাড়িতে আদৌ কি তাঁর মর্যাদা আছে কোনও? প্রায়শই শাশুড়ি, স্বামী, ননদদের সঙ্গে তাঁর ফটো ভিডিও ভাইরাল হয়। দেখে তো মনে হয়, কাপুর পরিবারের বৌমা হয়ে তিনি খুন সুখী, কিন্তু কাপুর ডাইনিং-এ দেখা মিলল না কেন আলিয়ার? তবে কী সবটাই শো-অফ?

কী ভাবছেন তো, মুম্বইয়ের কাপুর পরিবারের কেচ্ছা যুগ যুগ ধরেই বহাল রয়েছে। তেমনই কিছু হবে একটা? আসলে, শুক্রবার (৩১ অক্টোবর) মুক্তি পেয়েছে আরমান জৈন নির্মিত ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’-এর একটি ঝলক। এই সিরিজের মাধ্যমে বলিউডের সবচেয়ে আইকনিক পরিবারের অনেক অজানা তথ্য তুলে ধরা হবে। সেই পোস্টারেই দেখা মিলল না আলিয়ার। এই অনুষ্ঠানটি কিংবদন্তি রাজ কাপুরের ১০০ বছর পূর্তি উপলক্ষে একটি হৃদয়গ্রাহী উদযাপন হবে। শুক্রবার, পোস্টার শেয়ার করে এটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। পোস্টারে রণধীর কাপুর, নীতু কাপুর, রিমা জৈন, রণবীর কাপুর, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানি, অগস্ত্য নন্দা এবং নভ্যা নাভেলি নন্দাকে দেখা গেলেও আলিয়াকে দেখা যায়নি। তাই পোস্টারটি প্রকাশের পরপরই, ভক্তরা আলিয়া ভাটের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

ক্যাপশনে লেখা ছিল, ‘কাপুর খানদান কা লাঞ্চ ইনভিটেশন চলে এসেছে, আপনি আমন্ত্রিত। ২১ নভেম্বর’ ডাইনিং উইথ দ্য কাপুরস’ দেখুন, শুধুমাত্র নেটফ্লিক্সে।’ কিন্তু পোস্টারে আইয়ার অনুপস্থিতি ভক্তদের বিভ্রান্ত করেছে। কেননা রণবীর কাপুরখে বিয়ের পর তিনি এখন কাপুর হয়ে গিয়েছেন। তবে অনেকেই বলছেন, এটি শুধু কাপুর পরিবারের ভাইবোনদের নিয়ে অনুষ্ঠিত হবে। তাই আলিয়াকে দেখানো হয়নি। অন্যদিকে করিনার স্বামী, করিশ্মার সন্তানদেরও দেখানো হয়নি। পাশাপাশি আরমান জৈনের স্ত্রী আনিসা মালহোত্রা জৈন, ঋদ্ধিমা কাপুর সাহানির স্বামী ভরত সাহানিকেও দেখানো হয়নি। কিন্তু অনেকেই দাবি করেছেন, এমনটা যুক্তি যদি কার্যকর হয়, তাহলে রণবীরের মা নীতু কাপুরেরও বাদ পড়া উচিত ছিল।

অনুষ্ঠানটি সম্পর্কে বলতে গিয়ে আরমান বলেছেন, “কাপুর খানদানকে টেবিলে একত্রিত করা যেন প্রজন্মের পর প্রজন্মের গল্পের উন্মোচন। হাসি, বিশৃঙ্খলা, অফুরন্ত খাবার এবং অবশ্যই, আমাদের ডিএনএতে থাকা সেই আড্ডা। কাপুরদের সঙ্গে খাওয়া, নানাজি (রাজ কাপুর) কে সম্মান জানানোর এবং আমাদের একসঙ্গে ধরে রাখা চিরন্তন বন্ধন উদযাপন করার এটি একটি উপায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিরাট পদক্ষেপ! দুবাইয়ে ‘আল্ট্রা-লাক্সারি’ প্রাইভেট আইল্যান্ড তৈরি করতে চলেছেন রণবীর-আলিয়া

‘আপনাদের লজ্জা নেই?’ ধর্মেন্দ্রর জুহুর বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড় দেখে চটলেন সানি দেওল

জনসমক্ষে রশ্মিকার হাতে আদরের চুম্বন, তবে কী সম্পর্কে সিলমোহর দিয়েই দিলেন বিজয়?

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

‘যব মেট জয়-বীরু’, একাই গাড়ি চালিয়ে বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে গেলেন অমিতাভ

মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে হাঁটা, সরকারি অনুষ্ঠানে যোগদান, তবে কী তৃণমূলে যোগ দিচ্ছেন রাজা-মধুবনী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ