এই মুহূর্তে




২০২৬ থেকে ব্রিটেনে ছবি তৈরি করবে যশরাজ ফিল্মস, ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: ভারত সফরে এসে যশরাজ ফিল্মসকে বড় অনুমতি দিয়ে গেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (৭ অক্টোবর) ভারতে এসে প্রথমেই তিনি বলিউডের বিগ প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের স্টুডিও ঘুরে দেখলেন। আর তাঁকে সম্পূর্ণ স্টুডিও ঘুরে দেখালেন যশরাজ ফিল্মসের অন্যতম মালকিন তথা আদিত্য চোপড়ার স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। পাশাপাশি ছিলেন যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানীও। যশরাজ স্টুডিও পরিদর্শন করার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁর এক্স হ্যান্ডেলে ঘোষণা করলেন যে, ওয়াইআরএফ-সহ বলিউডের প্রধান ভারতীয় প্রযোজনা সংস্থাগুলি ব্রিটেনের বিভিন্ন স্থানে চলচ্চিত্রের শুটিং শুরু করতে পারে, এতে কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যদিও বলিউডের বেশিরভাগ ছবির শুটিংই বিদেশ বিভুরে হয়। আর ব্রিটেনের প্রধানমন্ত্রীর ঘোষণার পর অনেকটা স্বস্তি পেল বলিউডের প্রযোজনা সংস্থাগুলি।

আজ লন্ডন থেকে সোজাসুজি মুম্বই পৌঁছে তিনি কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে যশরাজ ফিল্মসের স্টুডিওতে যান। স্টারমার রানি মুখোপাধ্যায় তথা YRF চেয়ারপার্সন আদিত্য চোপড়ার স্ত্রীর সঙ্গে দেখা করার পর, ম্যাডক ফিল্মসের দীনেশ বিজান, এক্সেল এন্টারটেইনমেন্টের রিতেশ সিধওয়ানি এবং ধর্ম প্রোডাকশনের অপূর্ব মেহতা-সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ভারতীয় চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে দেখা করেন। এরপরেই তিনি একটি বিবৃতি জারি করে বলেন, “বলিউড ব্রিটেনে ফিরে এসেছে, এবং এটি চাকরি, বিনিয়োগ এবং সুযোগ নিয়ে আসছে, একই সঙ্গে বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাণের জন্য ব্রিটেনকে একটি বিশ্বমানের গন্তব্য হিসেবে তুলে ধরছে। ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি ঠিক এই ধরণের অংশীদারিত্বের জন্য নির্ধারিত।”  স্টারমার এবং ভারতীয় প্রযোজকদের মধ্যে বৈঠকটি প্রায় ৩০ থেকে ৪০ মিনিট স্থায়ী হয়েছিল।

YRF সিইও অক্ষয় বিধানী বলেন, ‘আমাদের স্টুডিওটি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে আতিথ্য দিতে পেরে সম্মানিত বোধ করছে। ব্রিটেন আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (DDLJ) সহ আমাদের কিছু আইকনিক চলচ্চিত্রের শুটিং এই সুন্দর এবং অবিশ্বাস্যভাবে অতিথিপরায়ণ দেশে হয়েছে। আমরা আজ YRF-এ ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে আতিথ্য দিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করতে পেরে সম্মানিত বোধ করছি। ভারত এবং যুক্তরাজ্য কীভাবে বিশ্বব্যাপী কন্টেন্ট ল্যান্ডস্কেপকে এগিয়ে নিতে একত্রিত হতে পারে তা নিয়ে আলোচনা করতে পেরে আনন্দিত। যশ রাজ ফিল্মস ২০২৬ সালের গোড়ার দিকে ব্রিটেনে প্রধান প্রযোজনা শুরু করার পরিকল্পনা ঘোষণা করছে। DDLJ-এর ৩০তম বার্ষিকীতে YRF এবং ব্রিটেনের চিত্রগ্রহণের সম্পর্ক পুনরুজ্জীবিত করা সত্যিই বিশেষ। আমাদের সংস্থা বর্তমানে ব্রিটেনে ও DDLJ-এর একটি মঞ্চ রূপান্তর তৈরি করছে, যার ইংরেজি সঙ্গীত “কাম ফল ইন লাভ (CFIL)। সুতরাং, আমরা আবার ব্রিটেনের সঙ্গে হাত মিলিয়ে এবং সেই দেশে চিত্রগ্রহণে ফিরে আসতে পেরে রোমাঞ্চিত যে দেশটি সর্বদা আমাদের প্রতি অত্যন্ত সদয়। সে দেশের অবকাঠামো, প্রযুক্তি এবং প্রতিভার তুলনা হয় না।” ১২ অক্টোবর, ভারতে YRF-এর ২০ বছর পূর্তি উদযাপনের কয়েকদিন আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতে পা রাখলেনহ। স্টারমারের সঙ্গে যুক্তরাজ্যের চলচ্চিত্র শিল্পের একটি প্রতিনিধি দলও এসেছে. যার মধ্যে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট, ব্রিটিশ ফিল্ম কমিশন, পাইনউড স্টুডিও, এলস্ট্রি স্টুডিও এবং সিভিক স্টুডিওর প্রতিনিধিরা ছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছোট্ট পা, একরাশ খুশি, ছেলেকে প্রকাশ্যে আনলেন রাঘব-পরিণীতি, পুত্রের নাম কী রাখলেন?

অদিতির পর এবার WhatsApp-এ ‘শ্রিয়া শরণ’ সেজে প্রতারণা, ভক্তদের কী বার্তা দিলেন দক্ষিণী নায়িকা?

বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ! শীর্ষনেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আরও ৭ মাওবাদী খতম

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ