এই মুহূর্তে




শিকাগোতে নৈশক্লাবের বাইরে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে নিহত ৩




আন্তর্জাতিক ডেস্ক: শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ৩ জন। আহতের সংখ্যা ১৬। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে। পুলিশ নিশ্চিত করেছে যে পশ্চিম শিকাগো অ্যাভিনিউয়ের ৩০০ নম্বর ব্লকে বেশ কয়েকজনকে গুলি করা হয়েছে। শহরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ১৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন গাড়ি চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

র‍্যাপার মেলো বাকজের অ্যালবাম প্রকাশের পার্টির পর ক্লাবে উপস্থিত সকলে যখন আর্টিস লাউঞ্জ নাইটক্লাব থেকে বেরিয়ে আসছিল, তখন গুলি চালানোর ঘটনাটি ঘটে। ২০২২ সালের নভেম্বরে একই ব্লকে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। তখন এই নাইটক্লাবটি হুশ লাউঞ্জ নামে পরিচিত ছিল। হুশ থেকে একটি দলকে বের করে দেওয়া হয়েছিল। তারাই মারামারি শুরু করে। তাতে একজন নিহত এবং তিনজন আহত হন।

ইউরোপে ইদানিং সময়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রায়ই ঘটে চলেছে। পুলিশের পক্ষ থেকে বহু চেষ্টার পরেও তা থামানো যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে আমেরিকা ইউরোপের মতো দেশে বেশ কিছু ভারতীয়র গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। কিছুদিন আগেই আমেরিকায় বাসের মধ্যে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে জানা যায় হত্যাকারীদের লক্ষ্য ওই ব্যক্তি ছিল না। তাঁর গায়ে আচমকায় গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে। কিছুদিন আগে বালিতে দুই অস্ট্রেলিয় যুবক বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাম্পের সঙ্গে বিবাদ, ফোন নম্বর বদলে ফেললেন মাস্ক

ভারত-পাকিস্তান যুদ্ধে ধ্বংস ৫ যুদ্ধবিমান! ট্রাম্পের দাবিতে শোরগোল

চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব! ক্যান্সার প্রতিরোধে‌ mRNA টিকা আবিষ্কার

‘অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য নয়’, কূটনীতিকদের কড়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের

লুকানো হৃদরোগ শনাক্তে কার্ডিওলজিস্টদের চেয়েও নির্ভুল এই নতুন AI টুল

‘চাই নিরাপদে ফিরে আসুক’, ইয়েমেনে ফাঁসির সাজাপ্রাপ্ত নিমিশা প্রিয়াকে নিয়ে শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ