27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:15 pm
নিজস্ব প্রতিনিধি: বিশ্বে করোনার মৃত্যুঝড় সামান্য হলেও স্তিমিত হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৭০৫ জন। আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে প্রাণহানির সংখ্যা। তবে অস্বস্তি বাড়াচ্ছে জাপানের কোভিড চিত্র। দেশটিতে একদিনে মৃত্যুর কোলে ঢলে পরেছেন ৪১৫ জন। অর্থাৎ বিশ্বে করোনার মারণ কামড়ে যত মানুষের মৃত্য হয়েছে তার প্রায় ৬০ শতাংশই পূর্ব এশিয়ার দেশটির বাসিন্দা।
সোমবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৭ হাজার ১৯৪ জন। এ নিয়ে এদিন সকাল পর্যন্ত মোট আক্রান্ত হলেন ৬৭ কোটি ১৩ লাখ ৫৭ হাজার ১৪৬ জন। আর মৃত্যুমিছিলে আরও ৭০৫ জন সামিল হওয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ লক্ষ ৩০ হাজার ৪৫২ জনে। অর্থাৎ মহামারি শুরু হওয়ার পরে আক্রান্তের নিরিখে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ শতাংশে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনার মারণ কামড়ে সবচেয়ে বিপর্যস্ত জাপান। সূর্যোদয়ের দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন, এক লক্ষ ৮ হাজার ১২১ জন। এ নিয়ে জাপানে এখনও পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ৩ কোটি ১৪ লক্ষ ১৬ হাজার ৬৩৩ জন। আক্রান্তের পাশাপাশি পূর্ব এশিয়ার দেশটিতে মৃত্যুমিছিলের সারিও ক্রমাগত দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৪১৫ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২ হাজার ৬৭৯-তে। হংকংয়ে আরও ৬৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৩৭ জন, রাশিয়ায় ৪৩ জন করোনায় প্রাণ হারিয়েছেন।