-273ºc,
Friday, 9th June, 2023 2:18 am
নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছিল ব্রিটেনের ৮ বছর বয়সী এক শিশু। কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার পরে জানা গেল ক্যানসারে আক্রান্ত ওই খুদে। ব্রিটেনের লিংকনশায়ারের বাসিন্দা ওই শিশু।
শিশুর মা ভিক্টোরিয়া স্টেইনটন (Victoria Stainton) জানিয়েছেন, তাঁর ছেলে হ্যারিসনের শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করেছিলেন কোষ্ঠকাঠিন্যের কারণে এমনটা হচ্ছে। কিন্তু বুকের এক্স-রে করার পরে দেখা যায় ছেলেটির ফুসফুসে ভরে রয়েছে তরল। শিশুটির মা বলেন, ‘আমার খালি চোখে আমি দেখতে পাচ্ছি যে আমার ছেলের সঙ্গে কিছু গুরুতর ঘটনা ঘটেছে। এক্স-রেতে দুটি ফুসফুস চিহ্নিত করা সম্ভব হচ্ছিল না।
ভিক্টোরিয়া স্টেইনটন (Victoria Stainton) নামের ওই মহিলা আরও বলেন, ‘এক ঘন্টার মধ্যে হ্যারিসনের বুকের মধ্যে ড্রেন ঢুকিয়ে দুই লিটার সংক্রামিত তরল বের করা হয়েছিল। তিন সপ্তাহের মধ্যে মোট আট লিটার তরল রক্ত-সহ ফুসফুস থেকে নিষ্কাশন করা হয়েছিল।’ ২০২২ সালের নভেম্বর মাসে শিশুটির মা জানতে পারেন তাঁর সন্তানের টি-সেল লিম্ফোব্লাস্টিক লিম্ফোমা (T-Cell Lymphoblastic Lymphoma) রয়েছে। শিশুটিকে হাসপাতালে চিকিৎসা শুরু করা হয়। সপ্তাহে তিনবার কেমোথেরাপি, রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমাতে প্রতিদিন দুবার রক্ত পাতলা করার জন্য ইনজেকশন, আট লিটারের বুকের ড্রেন এবং একটি ক্যাথেটার দিয়েছিলেন চিকিৎসকরা।