নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হয়েছেন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের সহ নির্মাতা ডেনিস অস্টিন। ক্যালিফোর্নিয়ার লস আল্টোসের বাড়িতে ১ সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর ছেলে ছেলে মাইকেল অস্টিন আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন।
ডেনিস অস্টিন একজন সফ্টওয়্যার ডেভেলপার। পাওয়ারপয়েন্টের সহ নির্মাতা হিসেবে ফোরথট সফটওয়্যারে যোগদানের আগে এমআইটি এবং ইউসি সান্তা বারবারা সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছেন। ফোরথট কোম্পানিটি ১৯৮৭ সালে সফ্টওয়্যারটি প্রকাশ করেন। কয়েকমাস পর মাইক্রোসফট ১৪ মিলিয়ন ডলারে কোম্পানিটিকে কিনে নেয়। অস্টিন ১৯৮৫ থেকে ১৯৯৬ পর্যন্ত পাওয়ারপয়েন্টের প্রাইমারি ডেভেলপার ছিলেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।
১৯৯৩ সাল নাগাদ পাওয়ারপয়েন্ট ১০০ মিলিয়ন ডলারের বেশি বিক্রি হয়। মাইক্রোসফ্ট তার প্রোগ্রামগুলির মধ্যে পাওয়ারপয়েন্টকে যোগ করে। ডেনিস অস্টিন রবার্ট গাস্কিন্সের সাথে কাজ করেছিলেন, যিনি সফ্টওয়্যারটি পরিকল্পনা করেছিলেন।
পাওয়ার পয়েন্টে প্রত্যহ ৩০ মিলিয়নের বেশি প্রেজেন্টেশন তৈরি করা হয়। সফটওয়্যারটি কর্পোরেট এক্সিকিউটিভ, বিজনেস স্কুল, প্রফেসর এবং মিলিটারি জেনারেলরা ব্যবহার করেন।