24ºc, Haze
Saturday, 1st April, 2023 7:39 pm
নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: তাঁদের যৌন সম্পর্ক গোপন রাখার জন্য পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অনৈতিকভাবে অর্থ দেওয়ার অভিযোগ উঠেছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আর ওই মামলায় আগামী মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আগাম আশঙ্কাপ্রকাশ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওই আশঙ্কাপ্রকাশ করে অনুগামীদের উদ্দেশে তিনি প্রতিবাদে রাস্তায় নামারও অনুরোধ জানিয়েছেন।
২০১৮ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন বিখ্যাত নীল ছবির নায়িকা স্টর্মি ড্যানিয়েলস। তিনি দাবি করেন, ‘২০১৬ সালে যখন মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াই করেছিলেন ট্রাম্প তখনও তাঁদের মধ্যে যৌন সম্পর্ক ছিল। আর সেই যৌন সম্পর্ক নিয়ে যাতে মুখ খোলেন তার জন্য ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনের কাছ থেকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ পেয়েছিলেন।’ স্টর্মির ওই দাবি নিয়ে শোরগোল পড়ে যায়। যদিও ট্রাম্পের পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে বলে অভিযোগও করেছেন তিনি।
স্টর্মি ড্যানিয়েলসের বিস্ফোরক দাবির পরেই ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ম্যানহাটন আদালতের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে ওই তদন্ত চালানো হচ্ছে। তার মধ্যেই শনিবার আচমকাই গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প। শেষ পর্যন্ত যদি মঙ্গলবার সত্যিই ট্রাম্প গ্রেফতার হন তাহলে তা নজিরবিহীন হবে। তিনিই হবেন ফৌজদারি অপরাধে গ্রেফতার হওয়া প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তাছাড়া আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার সম্ভবনাও অনেকটা ধাক্কা খাবে।