এই মুহূর্তে




শান্তি চুক্তির অধীনে ৭ ইজরায়েলি বন্দীকে মুক্ত করল হামাস

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ দুই’বছর পর শান্তি ফিরেছে গাজায়। ইজরায়েল ও হামাসের মধ্যে সাক্ষরিত হয়েছে শান্তি চুক্তি। সেই চুক্তির অধীনেই বলা হয়েছে দুই পক্ষ বন্দীদের মুক্তি করবে। সেই কথামতো সোমবার (১৩ অক্টোবর) হামাস সাতজন বন্দীকে রেড ক্রসের হেফাজতে ছেড়ে দিয়েছে। এরাই হলেন ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির অংশ হিসেবে প্রথম মুক্তিপ্রাপ্ত। প্রাথমিকভাবে  যাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের নাম পরিচয় জানানো হয়নি।

হামাস জানিয়েছে যে ইজরায়েলের হাতে বন্দী ১,৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ২০ জন জীবিত বন্দীকে মুক্তি দেওয়া হবে। ইজরায়েলি সংবাদ মাধ্যম যখন ঘোষণা করে যে বন্দীরা রেড ক্রসের হাতে চলে গিয়েছে তখন বন্দীদের পরিবার এবং বন্ধুরা আনন্দ ও কাছের মানুষকে ফিরে পাওয়ার উচ্ছ্বাসে ফেটে পড়ে। প্রসঙ্গত, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং বন্দী মুক্তি চুক্তির পর কী হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও, রবিবার (১২ অক্টোবর, ২০২৫) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েল ও মিশরে এক গুরুত্বপূর্ণ শান্তি সফরে রওনা হন এবং গাজায় “যুদ্ধ শেষ” বলে ঘোষণা করেন।  বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে    ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ মেনে। শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী সোমবার মিসরের অবকাযাপনকেন্দ্র শারম আল–শেখে ‘শান্তি’ সম্মেলনে বসছেন বিশ্বনেতারা। মনে করা হচ্ছে সেখানে হামাস ও ইসরায়েলের মধ্যে ইতিমধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে ট্রাম্প সই করতে পারেন। 

 সাতজনকে ইজরায়েলে প্রবেশ করতে হবে এবং তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের জন্য দক্ষিণ ইজরায়েলের একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত করা হবে। এরপর তাদের হেলিকপ্টারে করে ইজরায়েলি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। হামাস এর আগে বলেছিল যে দুই বছরের ইসরায়েল-হামাস যুদ্ধে সম্পাদিত যুদ্ধবিরতির অংশ হিসেবে তারা গাজা উপত্যকায় ২০ জন জীবিত বন্দীকে মুক্তি দেবে। এই প্রসঙ্গে উল্লেখ্য, অনেকেই আশা প্রকাশ করেছেন যে মুক্তি শান্তির পথ খুলে দিতে পারে।
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মায়ানমারের রাখাইনে অতর্কিতে হামলা আরাকান আর্মির, মৃত ৩০ জন জান্তা সেনা

সৌদি যুবরাজের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন ট্রাম্পের, অতিথি এলন মাস্ক-রোনাল্ডো-অ্যাপলের সিইও

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইজরায়েলি ড্রোন হামলায় নিহত ১৩, আহত বহু

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ