এই মুহূর্তে




বিজয়ী ভাষণে মামদানির স্মরণে জওহরলাল নেহরু, যা বললেন তিনি…

আন্তর্জাতিক ডেস্ক:  নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে নির্বাচন হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। ইতিহাস গড়ে তিনি হয়েছেন শহরের প্রথম মুসলিম মেয়র এবং এই পদে সবচেয়ে কম বয়সী ব্যক্তি। ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি জয়ী হয়েছেন। ডেমোক্র্যাটিক সমাজতান্ত্রিক নেতা জোহরান মামদানি তার বিজয়ী ভাষণে উল্লেখ করেছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কথা। নেহেরুর ‘ট্রিস্ট উইথ ডেসটিনি’ বক্তৃতার উদ্ধৃতি দিয়ে শুরু করেন তাঁর বিজয়ী ভাষণ।

এদিন বিজয়ী ভাষণে জোহরান তাঁর মা-বাবাকে উদ্দেশ করে বলেন, ‘আজ আমি যে মানুষ হয়েছি, তা তোমাদের জন্যই। তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত।’ জোহরান মামদানি হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম। তাঁর মা ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। ৩৩ বছর বয়সী এই ব্যক্তি নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করেন, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। বিজয়ী ভাষণে মামদানি বলেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুরর কথা উল্লেখ করে বলেন ‘আজ আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে আমি জওহরলাল নেহরুর কথা মনে করছি। ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই আসে, যখন আমরা পুরাতন থেকে নতুনের পথে যাত্রা শুরু করি, যখন এক যুগের সমাপ্তি ঘটে সেই সঙ্গেও দীর্ঘকাল অবদমিত এক জাতির আত্মা তার উচ্চারণ খুঁজে পায়। আজ রাতে, আমরা পুরাতন থেকে নতুনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি।’ সমর্থকদের সঙ্গে মিশে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মামদানি ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার প্রাক্কালে নেহেরুর ঐতিহাসিক “ট্রাইস্ট উইথ ডেসটিনি” বক্তৃতা থেকে অনুপ্রেরণার কথা বলেন। 

নবনির্বাচিত মেয়র বলেন, এই বিজয় নিউ ইয়র্কের জন্য একটি নতুন যুগের প্রতীক, সাহসের সাথে নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, "এটি এমন একটি যুগ হবে যেখানে নিউ ইয়র্কবাসী তাদের নেতাদের কাছ থেকে আমরা কী অর্জন করব তার একটি সাহসী দৃষ্টিভঙ্গি আশা করে, আমরা যা করার জন্য খুব ভীতু তার জন্য অজুহাতের তালিকা নয়।"  উগান্ডা-ভারতীয় বংশোদ্ভূত মামদানি আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার প্রশাসন শহরের জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলাকে অগ্রাধিকার দেবে। এই দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে থাকবে এই শহর যে জীবনযাত্রার ব্যয় সংকট দেখেছে তা মোকাবিলা করার সবচেয়ে উচ্চাভিলাষী এজেন্ডা।"    

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

মোদি সরকারকে জোর ধাক্কা ইরানের, ভারতীয় পর্যটকদের সুবিধা বাতিল

পাক নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ১৫ তালেবান

ভারতীয় পতাকা উড়িয়ে বিদ্বেষীদের জবাব, পাক র‍্যাপার তালহা আঞ্জুমের কাণ্ডে অবাক নেট দুনিয়া

রাশিয়ার সঙ্গে যুদ্ধে টক্কর দিতে ফ্রান্স থেকে ১০০ রাফাল কিনছে ইউক্রেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ