-273ºc,
Friday, 2nd June, 2023 3:10 am
নিজস্ব প্রতিনিধি: ৯২ বছর বয়সে আবার বিয়ে করতে চলেছেন মিডিয়া মুঘল ও ধনকুবের রুপার্ট মারডক (Media Baron Rupert Murdoch)। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পেরিয়ে পঞ্চমবার বিয়ে করতে চলেছেন রুপার্ট। পাত্রী প্রাক্তন পুলিশ। ইতিমধ্যে বাগ্দান প্রক্রিয়া সারা হয়ে গিয়েছে ধনকুবেরের।
জানা গিয়েছে ৬২ বছর বয়সী পাত্রী প্রাক্তন পুলিশ অ্যান লেসলি স্মিথের সঙ্গে রুপার্ট মারডকের বাগদান প্রক্রিয়া সম্পন্ন হলেও আগামী গ্রীষ্মেই বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁদের। ৯২ বছর বয়সে আবার জীবনের নতুন ইনিংস শুরু করা নিয়ে মারডক বলেন, ‘আমি ভীষণ নার্ভাস ছিলাম। আমি আবার প্রেমে পড়তে ভয় পেতাম… কিন্তু এটাই শেষ বার। এ বার ভাল হবে। আমি ভীষণ খুশি।’
ধনকুবের রুপার্ট মারডক প্রথমবার বিয়ে করেছিলেন ১৯৫৬ সালে, অস্ট্রেলিয়ান বিমান সেবিকা প্যাট্রিসিয়া বুকারের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। যদিও ১১ বছরের মাথায় তাঁদের সম্পর্কের বিচ্ছেদ হয়। প্যাট্রিসিয়া বুকারের সঙ্গে বিচ্ছেদের পর ওই বছরই স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আন্না মানকে বিয়ে করেন তিনি। এরপর ১৯৯৯ সালে দ্বিতীয় বিয়ে ভেঙে যায়। তৃতীয়বার চিনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেন রুপার্ট। ২০১৩ সালে সেই বিয়েও ভেঙে যায়। এরপর ২০১৬ সালে আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন রুপার্ট। ওই বছর প্রাক্তন মডেল জেরি হলকে বিয়ে করেন তিনি। কিন্তু ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। প্রথম তিন স্ত্রীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন মোট ছয়জন সন্তান রয়েছে ধবনকুবেরের।
অন্যদিকে অ্যান লেসলি স্মিথ বর্তমানে বিধবা। ২০০৮ সালে তাঁর স্বামী চেস্টার স্মিথের মৃত্যু হয়। তিনি ব্যবসায়ী ছিলেন। রুপার্টের সঙ্গে বিয়ে নিয়ে লেসলি বলেন, ‘আমাদের দু’জনের জন্য এটাই ঈশ্বরের উপহার। গত বছরের সেপ্টেম্বরেই রুপার্টের সঙ্গে আমার আলাপ।’ তিনি আরও বলেন, ‘আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো আমার স্বামীও ব্যবসায়ী ছিলেন… রুপার্ট আর আমার বোঝাপড়া খুব ভাল।’