এই মুহূর্তে




বিরল ঘটনা, থাইল্যান্ডে যমজ শাবকের জন্ম দিল মা হাতি




নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি এক যমজ শাবকের জন্ম দিল একটি এশিয়ান মা হাতি। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের আয়ুথায়া এলিফ্যান্ট প্যালেস অ্যান্ড রয়্যাল ক্রালে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা খুব একটা বেশি দেখা যায় না। হাতিটি যমজ শাসকের জন্ম দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গিয়েছে।

৩৬ বছর বয়সি যে হাতিটি যমজ শাবকের জন্ম দিয়েছেন, তার নাম চামচুরি। হাতিটি যে যমজ শাবক প্রসব করবে, সেই বিষয়ে আগে থেকে কোনও ধারণা ছিল না। হাতিটি প্রথমে একটি পুরুষ শাবক প্রসব করে। তখন কর্মীরা ভেবেছিলেন, প্রসবপর্ব হয়ত শেষ হয়ে গিয়েছে। কিন্তু তা হয়নি। এরপর চামচুরি দ্বিতীয় একটি শাবকের জন্ম দেয়। দ্বিতীয়টি একটি মেয়ে শাবক। দ্বিতীয় শাবকটিকে যাতে মা হাতি পা দিয়ে মেরে না ফেলে, সেজন্য তৎপর হয় তত্বাবধায়করা। সঙ্গে সঙ্গে দ্বিতীয় শাসকটিকে মা হাতির কাছ থেকে সরিয়ে নেন তাঁরা। জানা গিয়েছে, দ্বিতীয় শাবকের জন্ম দেওয়ার পর মা হাতিটিকে সামলাতে গিয়ে পা ভেঙে যায় মাহুত চারিন সোমওয়াংয়ের।

সেফ দ্য এলিফ্যান্টস নামে এক গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, এক শতাংশ ক্ষেত্রে হাতির যমজ শাবকের জন্ম হয়। হাতির যমজ সন্তান জন্মানো খুব একটি বেশি দেখা যায় না। পাশাপাশি যেভাবে একটি পুরুষ হাতি ও একটি মেয়ে হাতির জন্ম দেওয়া হয়েছিল, সেই বিষয়টিও খুব একটা বেশি দেখা য়ায় না। যমজ সন্তান জন্মানোর পর মাহুত চারিন জানান, গোটা ঘটনায় এতটাই খুশি হয়েছি যে নিজের পায়ের ব্যাথা পর্যন্ত টের পাচ্ছিলাম না। পরের যখন হাসপাতালে ভর্তি হই, তখন বুঝতে পারি, কতটা আঘাত লেগেছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফুটানি! লন্ডনে মোল্লা ইউনূসের জন্য ভাড়া করা হয়েছিল ৭ লাখি হোটেল রুম

ইরানের হামলার ভয়ে আত্মগোপনে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

‘সংস্থার ইতিহাসে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিন’, কর্মীদের চিঠি টাটা চেয়ারম্যানের

রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে অপসারণে ইউনূসকে সমর্থন তারেকের

এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা পরীক্ষা করা হবে, এল ডিজিসিএর কড়া নির্দেশ

চলন্ত এক্সপ্রেসে নাবালিকাকে যৌন ইঙ্গিত, অভিযুক্ত ব্যক্তিকে মাটিতে ফেলে পেটালেন যাত্রীরা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ