এই মুহূর্তে




জোর ধাক্কা নেপালের তদারকি প্রধানমন্ত্রীর, ওলির নিয়োগ করা ১১ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: জেন-জিদের বিক্ষোভের পর নেপালের অন্তরবর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নিয়োগ করা ১১ রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনতে নেপালের অন্তর্বর্তী সরকার যে আদেশ দিয়েছিল সেটাই আটকে দিল সুপ্রিম কোর্ট।

অনেকেই শীর্ষ আদালতের এই রায়কে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ও তার সরকারের জন্য বড়সড় ধাক্কা হিসেবে দেখছে। নেপালে চলতি বছরে দুর্নীতিবিরোধী বিক্ষোভের পর সেপ্টেম্বরে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জাপানের ১১ জন রাষ্ট্রদূতকে ফেরানোর নির্দেশ দিয়েছেন। এই রাষ্ট্রদূতদের তাঁর পূর্বসূরী কেপি শর্মা ওলি নিয়োগ করেছিলেন। তাদের ফেরানোর আদেশ নিয়ে  কার্কির অন্তর্বর্তী সরকার বলেছে যে তারা রাষ্ট্রদূতদের কর্মক্ষমতায় সন্তুষ্ট নয়। কার্কির সিদ্ধান্তকে চ্যালেঞ্জকারী একজন স্বাধীন আইনজীবী অনন্ত রাজ লুইটেল বলেছেন,  “সরকার আদালতে রাষ্ট্রদূতদের বিরুদ্ধে অভিযোগের ন্যায্যতা প্রমাণ করতে পারেনি।” লুইটেল এর পরেই বলেছেন ,  সমস্ত রাষ্ট্রদূত তাদের পদে যথারীতি কাজ চালিয়ে যাবেন।

অন্যদিকে শীর্ষ আদালতের এই রায় নিয়ে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জগদীশ খারেল বলেছেন, সরকার “সুপ্রিম কোর্টের আদেশকে সম্মান করবে।” এই প্রসঙ্গে জানয়ে রাখা ভাল, ৭৩ বছর বয়সী সুশীলা কার্কিকে ৫ মার্চের মধ্যে সংসদের নিম্নকক্ষে নতুন নির্বাচন করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং দুর্নীতিবিরোধী যোগ্যতাসম্পন্ন সংস্কার-মনস্ক ব্যক্তিত্বদের নয়ে একটি ছোট মন্ত্রিসভা গঠন করা হয়েছে।  রাজনৈতিক বিশ্লেষক পুরঞ্জন আচার্য বলেছেন, আদালতের আদেশ কার্কির জন্য “বিপত্তির” হবে। তিনি বলেন, “তিনি জেন-জি জনগণের চাপের মুখে থাকা রাষ্ট্রদূতদের স্মরণ করিয়ে দেন, কারণ তারা পুরোপুরি সচেতন ছিলেন যে আদালতে সরকারের পক্ষে আত্মপক্ষ সমর্থন করা কঠিন হবে। কিন্তু দীর্ঘমেয়াদে এটি তাকে আরও চাপ প্রতিরোধ করতে সাহায্য করবে” ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাশিয়ার সঙ্গে যুদ্ধে টক্কর দিতে ফ্রান্স থেকে ১০০ রাফাল কিনছে ইউক্রেন

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় হায়দরাবাদের একই পরিবারের ১৮ সদস্যের মর্মান্তিক মৃত্যু

ভেনিজুয়েলার কাছে ঘুরপাক খাচ্ছে সবচেয়ে উন্নত বিমানবাহী মার্কিন রণতরী, কি পরিকল্পনা ট্রাম্পের?

দীর্ঘস্থায়ী ও দুরারোগ্য রোগে আক্রান্তদের হজযাত্রায় দেওয়া হবে না অনুমতি, বড় সিদ্ধান্ত সৌদি আরবের

ব্যক্তিগত বিমান থেকে নিউইয়র্কে বিলাসবহুল ফ্ল্যাট, ‘মিস ইউনিভার্স’ বিজয়ী আর কী কী পুরস্কার পান?

পাকিস্তানে ফের নিশানায় জাফর এক্সপ্রেস, রকেট লঞ্চার দিয়ে চলল হামলা, বোমায় উড়ল রেললাইন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ