এই মুহূর্তে

সন্তানের জন্ম দিলেই ছাত্রীদের মিলবে লক্ষ টাকা, আজব পুরস্কার কোন দেশে?

নিজস্ব প্রতিনিধি: একদিকে ভারত এবং চিনে ক্রমশ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে রাশিয়ায় ক্রমাগত হ্রাস পাচ্ছে জনসংখ্যা। আর জনসংখ্যা হ্রাস পেলে চরম বিপদ অনিবার্য। এমন পরিস্থিতিতে রাশিয়া সরকার দারুণ একটি পদক্ষেপ নিয়েছে। ২৫ বছর বয়সী কম ছাত্রীরা সুস্থ সন্তানের জন্ম দিলেই সরকারের তরফ থেকে মিলছে ১০০,০০০ রুবেল (ভারতীয় মূল্যে প্রায় ৮১,০০০ টাকা)। সম্প্রতি রাশিয়ার একটি স্থানীয় প্রশাসন বিষয়টি ঘোষণা করেছেন। রাশিয়ার কারেলিয়ার স্থানীয় প্রশাসন জানিয়েছে, ২৫ বছরের কম বয়সী ছাত্রীরা সুস্থ সন্তানের জন্ম দিলেই তাঁদের ১০০,০০০ রুবেল দেওয়া হবে। মস্কোর একটি স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, দেশের ক্রমাগত জন্মহার হ্রাস পাচ্ছে, তাই জনসংখ্যার উন্নতির জন্য বছরের শুরুর দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে এই নীতি।

তবে এই টাকা পাওয়ার যোগ্য হবেন, তাঁরাই, যাঁরা শুধুমাত্র স্থানীয় বিশ্ববিদ্যালয় বা কলেজের নিয়মিত ছাত্রী হবেন, তাঁদের বয়স অবশ্যই ২৫ বছর বা তাঁর কম হতে হবে এবং তাঁদের কারেলিয়ার বাসিন্দা হতে হবে। কিন্তু যাঁরা মৃত শিশুর জন্ম দেবেন, তাঁদের ক্ষেত্রে এই স্কিমটি কার্যকর হবে না। তবে শিশু জন্মের পর আচমকাই মারা গেলে সরকারি টাকা পরিশোধ করতে হবে কিনা, তা স্পষ্ট করা হয়নি। একইভাবে, প্রতিবন্ধী সন্তানের জন্ম দিলে মা এই অর্থের জন্য যোগ্য হবেন কিনা তাও স্পষ্ট করা হয়নি। পাশাপাশি শিশুর যত্ন এবং প্রসব-পরবর্তী স্বাস্থ্য খরচের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তাও সরকারের থেকে দেওয়া হবে কিনা, তাও উল্লেখ করা হয়নি।

তবে এটা জানা গিয়েছে যে, এই স্কিমটি শুধু কারেলিয়া অঞ্চলে প্রযোজ্য। যদিও রাশিয়ার ১১ টি আঞ্চলিক সরকারও মহিলা শিক্ষার্থীদের সন্তান জন্ম দেওয়ার জন্য প্রণোদনা প্রদান করেছে। কিন্তু বিশেষজ্ঞরা, সরকারের এই পদক্ষেপকে অপর্যাপ্ত এবং দূরদর্শিতার অভাব বলে বর্ণনা করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের প্রথম ছয় মাসে রাশিয়ায় ৫,৯৯,৬০০ টি শিশুর জন্ম হয়েছে। যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় ১৬,০০০ কম। যার দেশটির ভবিষ্যতের জন্য বিপর্যয়কর। দেশে জন্মহার কমে যাওয়া উদ্বেগের বিষয়। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে, রাশিয়ার জনসংখ্যা ছিল ১৪৮ মিলিয়ন, আর এখন রাশিয়ায় জনসংখ্যা নেমে এসেছে ১৪৬ মিলিয়ন। জাতিসংঘের অনুমান, এই সংখ্যা ২১০০ সালের মধ্যে ৭৪ মিলিয়ন থেকে ১১২ মিলিয়নের কাছাকাছি নেমে যাবে। তবে সরকারের এমন স্কিমের ফলে রাশিযায় জনসংখ্যা বাড়বে কিনা তা জানা না থাকলেও দেশটি আর্থিকভাবে পিছিয়ে পড়বে তা নিশ্চিত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হযরত মহম্মদকে অবমাননার দায়ে বিখ্যাত পপ গায়ককে মৃত্যুদণ্ড দিল ইরানের আদালত

পানীয়তে বিষ মিশিয়ে প্রেমিককে খুন, প্রেমিকাকে ফাঁসির সাজা শোনাল আদালত

এ কি কাণ্ড! তিরুমালার তীর্থস্থানে ‘এগ বিরিয়ানি’ খেতে গিয়ে ধরা পড়ল একদল ভক্ত

মুক্তি পেয়ে ইজরায়েলে পা রাখলেন তিন বন্দি, ফেরার সময় কী উপহার দিল হামাস ?

পাষণ্ড! গাড়ি চালিয়ে ছোট্ট কুকুর শাবককে ছিন্নভিন্ন করে দিল যোগী রাজ্যের পুলিশ কর্মী

‘তৃতীয় বিশ্বযুদ্ধ হতে দেব না’, প্রেসিডেন্ট পদে শপথের আগেই হুঙ্কার ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর