28ºc, Haze
Friday, 24th March, 2023 9:00 pm
নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা ফিরে পেল সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর (Singapore’s Changi airport)। গত দু’বছর ধরে বিশ্বের সেরা বিমান বন্দরের শিরোপা ছিল কাতারের দোহার হামাদ বিমানবন্দরের (Doha’s Hamad International Airport)।
‘স্কাইট্র্যাক্স ওয়ালর্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস ২০২৩’ (Skytrax World Airport Awards 2023) প্রকাশিত হওয়ার পর দেখা যায়, দোহার হামাদ বিমানবন্দর দ্বিতীয় অবস্থানে নেমে গিয়েছে। টোকিওর হানেদা বিমানবন্দর তৃতীয় স্থানে রয়েছে। এই নিয়ে ১২ বার সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে সম্মানিত হল। বিষয়টি নিয়ে চাঙ্গি বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা লি সিও হিয়াং বলেন, ‘এই স্বীকৃতি আমাদের বিমানবন্দরের জন্য বিরাট উৎসাহ, যারা গত দুই বছরে কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ়ভাবে একসঙ্গে দাঁড়িয়েছিল। উল্লেখ্য ‘স্কাইট্র্যাক্স ওয়ালর্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস’ (Skytrax World Airport Awards) দেওয়া হয় যাত্রীদের মধ্যে সমীক্ষা করে তাদের মতামত জানার পর। মূলত গ্রাহকদের সন্তুষ্টির উপর ভিত্তি করে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
‘স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস ২০২৩’ এর তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি (Singapore Changi) বিমানবন্দর, আগে ৩ নম্বর স্থানে ছিল এই বিমানবন্দর। দ্বিতীয় অবস্থানে রয়েছে দোহা হামাদ বিমানবন্দর (Doha Hamad)। তৃতীয় অবস্থানে টোকিও হানেদা (Tokyo Haneda), চতুর্থ অবস্থানে সিউল ইনচিওন বিমানবন্দর (Seoul Incheon), প্যারিস চার্লস ডে গল (Paris Charles de Galle), পঞ্চম হয়েছে ইস্তানবুল বিমানবন্দর (Istanbul)