আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানবাসীর স্বার্থে তালিবানকে শক্তিশালী করার ডাক দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনে ভাষণ দিতে গিয়ে বিশ্ববাসীর কাছে ইমরানের আর্জি আফগানিস্তানবাসীর স্বার্থের কথা ভেবে তালিবানকে শক্তিশালী করা জরুরি। জাতিসঙ্ঘের ৭৬ তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, “ আফগানিস্তানের জনগণের স্বার্থে আন্তর্জাতিক দুনিয়ার পদক্ষেপ করা জরুরি। আমাদের সামনে একটাই পথ খোলা। আর সেই পথ হল তালিবানকে শক্তিশালী করা।”
আন্তর্জাতিক মহলের একাংশ ইমরানের কথা শুনে এই বলে ফুট কাটছে, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে।আফগানিস্তানে তালিবানি শাসনের পক্ষেই যে পাকিস্তান, সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। ইমরানের বক্তব্য সেই অনুমানে সিলমোহর দিল।
ইমরানের বক্তৃতায় আফগান জনগণের স্বার্থের প্রসঙ্গও এসেছে। জাতিসঙ্ঘের সাধারণ সভার ৭৬ তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বিশ্বকে সতর্ক করতে গিয়ে বলেন, আফগানিস্তানকে অবহেলা করার ফল মোটেই ভালো হবে না। এই প্রসঙ্গে ইমরান জাতিসঙ্ঘ প্রকাশিত একটি তথ্য তুলে ধরে বলেন, আফগানিস্তানের অর্ধেক মানুষ খাদ্য সঙ্কটে ভুগছে। পরিস্থিতি এ ভাবে চলতে থাকলে ওই দেশের ৯০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে।
চলতি সপ্তাহেই ইমরান দাবি করেছিলেন, সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা)-এর বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক তালিবান। কিন্তু সেই দাবি মানতে চায়নি ভারত-সহ সার্ক-এর অন্যান্য সদস্য-দেশ। তার ফলে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে সার্ক-এর পার্শ্ববৈঠক ভেস্তে যায়।