এই মুহূর্তে




নির্বাচন পরবর্তী বিক্ষোভের আঁচে পুড়ছে তানজানিয়া, কমপক্ষে ৭০০ জনের মৃত্যুর আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি: সরকার নির্বাচনের পর বিক্ষোভ দেখেছে তানজানিয়া। যদিও সেই বিক্ষোভ দমন হয়েছে কড়া হাতে। নিরাপত্তা বাহিনীর চালানো সেই অভিযানে শত শত মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশের প্রধান বিরোধী দল। বুধবারের নির্বাচনের পর টানা তিন দিন বিক্ষোভ চলেছে। কমপক্ষে ৫০০ থেকে ৭০০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করছে সইরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এও জানা গিয়েছে যে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ। তাই হতাহতের সঠিক সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। 

তানজানিয়ার বিরোধী দল চাদেমার মুখপাত্র এক ফরাসি সংবাদ সংস্থাকে বলেন, “প্রায় ৭০০ জনকে হত্যা করা হয়েছে।অন্য একটি সংবাদ মাধ্যম বলছে অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। সেই সংক্রান্ত প্রমাণও নাকি রয়েছে। বিরোধী দলের সদস্যদের দাবি সরকার এই বিষয়টিকে নেহাতই ছোট করে দেখাতে চাইছে। কিন্তু বিষয়টি এত ছোট নয়। এদিকে বিক্ষোভ দমন করার জন্য প্রশাসন কারফিউয়ের সময়সীমা বৃদ্ধি করেছে। 

তানজানিয়ায় দেশের তরুণেরা মূলত অভিযোগ তুলেছেন নির্বাচনে অনিয়মের। তাদের দাবি নির্বাচন সঠিক নিয়ম মেনে হয়নি। মূলত তরুণেরা রাজধানী দার এস সালামসহ নানা শহরে বিক্ষোভ করছেন। তাদের অভিযোগ, সরকার বিরোধী নেতাদের দমন করে গণতন্ত্রকে দুর্বল করছে। এদিকে তানজানিয়ার প্রধান বিরোধী নেতা টুন্ডু লিসু এখন কারাগারে। অন্য আর এক নেতাকে প্রযুক্তিগত কারণের অজুহাতে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। এর ফলে খুব স্বাভাবিকভাবে জয়ের সম্ভাবনা অনেকটা বেড়ে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ও তার দল চামা চা মাপিনদুজির (সিসিএম)।

শুক্রবারও দার এস সালামে যাবতীয় সরকারি হুঁশিয়ারি উপেক্ষা করে বিক্ষোভ হয়েছে। তানজানিয়ায় বিদেশমন্ত্রী মাহমুদ কম্বো থাবিত দাবি করেছেন, “কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর বিশেষ বড় কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি। নিরাপত্তা বাহিনী দ্রুত ও কার্যকরভাবে ব্যবস্থা নিয়েছে। দেশজুড়ে ভাঙচুরের খবর পাচ্ছি। ইন্টারনেট বন্ধের উদ্দেশ্য ছিল এই ধ্বংসযজ্ঞ ঠেকানো এবং প্রাণ বাঁচানো।বিরোধী দল চাদেমার এক নেতার দাবি, মানুষের চোখের আড়ালে রাতের অন্ধকারে গণহত্যা চালানো হচ্ছে। বহু নেতা দেশ ছেড়ে পালিয়েছেন। 

জাঞ্জিবারে প্রায় ৮০ শতাংশ ভোট পেয়ে সিসিএম প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট হোসেইন মুইনি জয়ী হয়েছেন। বিরোধীরা এখানে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ এনেছেন। ইন্টারনেট বন্ধ ও বিক্ষোভের কারণে ফ্লাইট চলাচলে দেরি হচ্ছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দেশীয় আনারকলিতে ‘মিস ইউনিভার্স’ মঞ্চের শোভা বাড়ালেন ভারতীয় প্রতিযোগী মণিকা বিশ্বকর্মা

চন্দ্রকোণাতে ৬৯ হাজার টাকার খুচরো পয়সা দিয়ে নতুন স্কুটি কিনলেন চা বিক্রেতা, গুনতে সময় লাগলো ২ ঘণ্টা

পাগলামি করতে করতে ক্লান্ত, অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

নামেই হয়েছে যুদ্ধবিরতি চুক্তি, গাজায় ইজরায়েলের হামলায় মৃতের সংখ্যা ছাড়াল ৬৯ হাজার

এক রাতে ইউক্রেনে ৫০৩ বার হামলা চালাল রাশিয়া

ট্রাম্পের বন্দিশালা থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন ৬৪ বছর বয়সী বাংলাদেশি মাসুমা খান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ