এই মুহূর্তে




শাহবাজ শরিফ-মুনিরকে ‘মহান মানুষ’ বললেন ট্রাম্প, দিলেন পাক-আফগান সংঘাত মেটানোর আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সখ্যতা বেড়েছে আমেরিকার। ফের একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা। পাকিস্তানের এই দুই ব্যক্তিকে মহান মানুষ বলেই এদিন উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গেই পাকিস্তান-আফগানিস্তান সংঘাত “দ্রুত” সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প বললেন, ‘শরিফ এবং মুনির মহান নেতা, মহান মানুষ। দু’জনেই খুব ভালো।’  থাই-কম্বোডিয়া সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন যে এটি তার প্রশাসন “মাত্র আট মাসের” মধ্যে যে আটটি যুদ্ধ থামিয়েছে তার মধ্যে একটি। অর্থাৎ এদিন ফের একবার ট্রামের গলায় শোনা গেল যুদ্ধ থামোর প্রসঙ্গ। এই আটটি যুদ্ধ থামানোর জন্য ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের দাবি করেছিলেন। যুদ্ধ থামানো প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমরা প্রতি মাসে গড়ে একটি যুদ্ধ থামিয়েছি। আর মাত্র একটি বাকি আছে, যদিও আমি শুনেছি যে পাকিস্তান এবং আফগানিস্তান শুরু করেছে। তবে আমি খুব দ্রুত এটি সমাধান করব। আমি তাদের দুজনকেই চিনি। এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রী দুর্দান্ত মানুষ এবং আমার কোন সন্দেহ নেই যে আমরা দ্রুত সমস্যা সমাধান করতে চলেছি।”

ট্রাম্প এদিন বলেছেন, দ্বন্দ্ব সমাধান করা এমন একটি কাজ যা তিনি করতে পারেন বলে তিনি বিশ্বাস করতেন।  ট্রাম্পের কথায়, “আমি এটা  (যুদ্ধ থামানো) সুন্দরভাবে করি। আমার মনে হয় এটা (যুদ্ধ থামানোর) করার  দরকার নেই। কিন্তু যদি আমি সময় নিয়ে লক্ষ লক্ষ জীবন বাঁচাতে পারি, তাহলে তা সত্যিই একটি দুর্দান্ত জিনিস। এর চেয়ে ভালো কিছু করার কথা আমার মনে হয় না।”  ট্রাম্প তার রেকর্ডকে “ঐতিহাসিক” বলে উল্লেখ করে বলেন,  “আমি এমন কোনও রাষ্ট্রপতির কথা ভাবতে পারি না যিনি কখনও একটি যুদ্ধের সমাধান করেছেন। আমার মনে হয় না কেউ করেছে। তারা যুদ্ধ শুরু করে, তারা যুদ্ধের সমাধান করে না।” থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, আমি এই সংঘাতের নিষ্পত্তিতে সাহায্য করতে এবং প্রতিটি দলের সাথে কাজ করা লোকদের সহ সত্যিকার অর্থে ভালো বন্ধুত্ব গড়ে তুলতে গর্বিত।” 

উল্লেখ্য, এই মাসের শুরুতে, ওভাল অফিস থেকে বক্তৃতা দেওয়ার সময়, ট্রাম্প শাহবাজ শরিফের ওয়াশিংটন সফরের কথা স্মরণ করে বলেছিলেন, “তিনি সুন্দরভাবে বলেছিলেন যে প্রেসিডেন্ট (ট্রাম্প) লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছেন।”  মে মাসে ভারত-পাকিস্তান সংঘাত ‘বন্ধ’ করার ট্রাম্পের দাবির প্রসঙ্গে বলেছিলেন পাক প্রধানমন্ত্রী। যদিও  ভারত অবশ্য শুরু থেকেই বলেছে পাকিস্তানের  সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতায় কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা  ছিল না। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পর এই সংঘাত শুরু হয়, যার পরে ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে   সামরিক অভিযান, ‘অপারেশন সিন্দুর’ শুরু করে। চার দিন ধরে চলা লড়াইয়ের পর সংঘর্ষ থামে। তারই কৃতিত্ব বারে বারে দাবি করেন ট্রাম্প। এমনকি ট্রাম্পের সেই দাবিকে পাকিস্তান সমর্থন করে। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাশিয়ার সঙ্গে যুদ্ধে টক্কর দিতে ফ্রান্স থেকে ১০০ রাফাল কিনছে ইউক্রেন

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় হায়দরাবাদের একই পরিবারের ১৮ সদস্যের মর্মান্তিক মৃত্যু

ভেনিজুয়েলার কাছে ঘুরপাক খাচ্ছে সবচেয়ে উন্নত বিমানবাহী মার্কিন রণতরী, কি পরিকল্পনা ট্রাম্পের?

দীর্ঘস্থায়ী ও দুরারোগ্য রোগে আক্রান্তদের হজযাত্রায় দেওয়া হবে না অনুমতি, বড় সিদ্ধান্ত সৌদি আরবের

ব্যক্তিগত বিমান থেকে নিউইয়র্কে বিলাসবহুল ফ্ল্যাট, ‘মিস ইউনিভার্স’ বিজয়ী আর কী কী পুরস্কার পান?

পাকিস্তানে ফের নিশানায় জাফর এক্সপ্রেস, রকেট লঞ্চার দিয়ে চলল হামলা, বোমায় উড়ল রেললাইন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ