নিজস্ব প্রতিনিধি: আবারও রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় এগিয়ে এলো মার্কিন যুক্তরাষ্ট্র। এবার রোহিঙ্গাদের জন্য ১৮ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত তহবিল ঘোষণা করল যুক্তরাষ্ট্র সরকার। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটি সরকারি বিবৃতি প্রকাশ করে ঘোষণা করা হয়েছে যে, মায়ানমারের রাখাইন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে বসবাসকারী রোহিঙ্গা মুসলিমদের সহায়তায় এই ১৮ কোটি ডলারের তহবিল ব্যবহার করা হবে।
উল্লেখ্য, শুরুর দিন থেকেই রোহিঙ্গা মুসলিমদের সহায়তায় একাধিক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে ২০১৭ সালের আগস্ট থেকে শুরু করে এখনও পর্যন্ত রোহিঙ্গাদের জন্য ১.৫ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র থেকে এখনও পর্যন্ত ১.২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাঠানো হয়েছে যা তাঁদের শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা, আশ্রয়, দুর্যোগের মোকাবিলার পাশাপাশি স্যানিটাইজেশন, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাসহ একাধিক খাতে ব্যবহৃত হয়েছে।
রোহিঙ্গাদের সাহায্য প্রদানের পাশাপাশি এদিন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানিয়েছে অসহায় রোহিঙ্গাদের পাশে দাড়ানোর জন্য। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে ভবিষ্যতে রোহিঙ্গা শরণার্থীদের এভাবে আশ্রয় দিলে এবং তাঁদের সাথে মানবিক আচরণ করলে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন অব্যাহত থাকবে। এছাড়া রোহিঙ্গা শিবিরে করোনা সংক্রমণ রুখতে যেভাবে বাংলাদেশ সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে তারও প্রশংসা করা হয়েছে যুক্তরাষ্ট্র বিদেশমন্ত্রকের পক্ষ থেকে। সেই সঙ্গে মার্কিন প্রশাসন অন্যান্য দেশকেও রোহিঙ্গাদের পাশে দাড়ানোর জন্য আবেদন জানিয়েছেন এবং তাঁদের দুর্দশা দূর করতে সহায়তা করতে অনুরোধ করেছেন।