-273ºc,
Friday, 9th June, 2023 4:15 am
নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ভোট লুঠ বাংলাদেশে হামেশাই ঘটে। এবার ভোটলুঠকারী এবং বাধাদানকারীদের জন্য কড়া আইন প্রণয়নের পথে হাঁটল জো বাইডেন প্রশাসন। ভোটে বাধাদানকারী বাংলাদেশিদের জন্য নয়া ভিসা নীতি ঘোষণা করলেন মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ওই ভিসা নীতি অনুযায়ী, ‘যে সমস্ত বাংলাদেশিদের বিরুদ্ধে ভোটে বাধা দানের অভিযোগ উঠবে, তাদের ভিসা দেবে না মার্কিন দূতাবাস।’ গত ৩ মে বাংলাদেশ সরকারকে এ বিষয়ে অবগত করা হয়েছে।
চলতি বছরের শেষের দিকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ওই সংসদ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠ হয় তার জন্য বার বার দাবি জানিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সেই দাবি জানালেও আসলে তা বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে যথেষ্টই সংশয়ে রয়েছেন মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তারা। তাই অবাধ ভোটের জন্য কঠোর পদক্ষেপের পথে হেঁটেছে। ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের কয়েকটি ধারা অনুযায়ী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের ভিসা দেওয়া হবে না।
বুধবার রাতে এক টুইট করে নয়া ভিসা নীতির কথা জানান মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। পরে এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানোর মতো কর্মকাণ্ডের সঙ্গে যারাই যুক্ত থাকুন না কেন, সে রাজনৈতিক দলের নেতা-নেত্রী হোন কিংবা সরকারি কর্মচারি-আধিকারিক, তাঁদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ থাকবে। মার্কিন সরকারের এমন কড়া পদক্ষেপ নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।