এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

IPL-2023: শুভমন, সামি ও মোহিতের কাঁধে ভর করেই হায়দরাবাদকে ৩৪ রানে হারাল গুজরাট

নিজস্ব প্রতিনিধি: সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেললো হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স। গুজরাটের হয়ে সোমবার সেঞ্চুরি করেন শুভমন গিল। তবে হায়দরাবাদের হয়ে দূরন্ত ব্যাট করলেন ক্লাসেন। তবুও শেষরক্ষা করতে পারল না নিজামের শহরের দলটি।

এ যেন গতকালের আরিসিবি বনাম রাজস্থানের ম্যাচের প্রতিচ্ছবি। সানরাইজার্সকে হারিয়েই প্লে-অফে যেতে চেয়েছিলেন গুজরাট অধিনায়ক। সেটাই বাস্তবে পরিণত হল সোমবার আইপিএল-এর ম্যাচে।

সানরাইজার্স ধারে ও ভারে গুজরাটের থেকে অনেক পিছিয়ে। প্রথমে সেই অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে ব্যাটিং করতে নামে গুজরাট। কিন্তু বাংলার ব্যাটসম্যান ঋদ্ধিমান কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরলেন গুজরাটকে একাই টেনে নিয়ে গেলেন চলতি আইপিএল-এ নজরকাড়া আর এক তরুণ ব্যাটসম্যান শুভমন গিল। শুভমনও বুঝিয়ে দিলেন তিনি ছন্দে থাকলে বিপক্ষ বোলারদের হাল কি হতে পারে। ৫৮ বলে ১০১ রান করলেন শুভমন। তাঁর এই ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছয়। তবে সেঞ্চুরি হাঁকালেও অপরাজিত থাকতে পারলেন না শুভমন। ভুবির বলে আব্দুল সামাদের হাতে ধরা পরে সাজঘরে ফেরেন তিনি।

শুভমনের পর অবশ্য গুজরাটের হয়ে ৪৭ রান করেন আর এক নবাগত সুধাশরণ। অর্ধ্বশতরান থেকে মাত্র ৩ রান দূরেই তাঁকে থামতে হয়। মূলত শুভমন এবং সুধাশরণ-এর ব্যাটিং-এর জোরেই ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান করে গুজরাট।

কিন্তু মাত্র দুজন ছাড়া গুজরাট গুজরাট ব্যাটসম্যানরা সকলেই কিন্তু ব্যর্থ। যার তালিকাটা বেশ লম্বা। ঋদ্ধিমান থেকে শুরু করে ডেভিড মিলার, হার্দিক পাণ্ডিয়া, টেউটিয়া এমনকি আগের ম্যাচে দূরন্ত ব্যাট করা রশিদ খান পর্যন্ত। সাতজনের মোট সংগ্রহ ২৭ রান। তারমধ্য শূণ্য রানে আউট হয়েছেন ৪ ব্যাটসম্যান। এই পারফর্ম প্লে-অফে হলে হার্দিক কপালে চিন্তা থাকবেই বলে মনে করছেন ক্রিকেট বিশষেজ্ঞরা।

বল হাতে হায়দরাবাদের হয়ে চমক দেখালেন অভিজ্ঞ ভুবনেশ্বর। চার ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট নিলেন ভুবি। জাসেন, ফারুকি, নটরাজনরা নিলেন একটি করে উইকেট।

১৮৯ রানের টার্গেট টি-টোয়েন্টি ক্রিকেট খুব একটা বেশি নয়। তবু লিগ টেবিলের ৯ নম্বরে থাকা দলটার কাছে তা এভারেস্টের চূড়ায় ওঠার মতোই কঠিন।

একমাত্র ক্সাসেন ছাড়া কেউ দাঁড়াতেই পারলেন না হার্দিক বাহিনীর বোলারদের কাছে। ১০০ রান পূর্ণ করার আগেই সাত সাতটি উইকেট পড়ে গেল হায়দরাবাদের। কাজেই এই অবস্থা থেকে আর যাই হউক ম্যাচ জেতা যায় না। গুজরাটের মতোই হায়দরাবাদেরও ছয় ব্যাটসম্যানের সংগ্রহ ৩৫ রান। তবুও যতক্ষণ ক্লাসেন ক্রিজে ছিলেন, ততক্ষণ ম্যাচ জেতার কিছুটা আশা হায়দরাবাদ সমর্থকরা দেখলেও ক্লাসেন ৬৪ রানের মাথায় প্যাভিলয়নে ফিরতেই জয়ের আশা কার্যত শেষ হয়ে যায় হায়দরাবাদের। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রানেই শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস।

হায়দরাবাদের হয়ে বল হাতে যেমন ভেল্কি দেখালেন ভুবি তেমনি গুজরাটের হয়ে ২১ রান দিয়ে ৪ উইকেট দখল করলেন সামি। সামির সঙ্গে পাল্লা দিয়ে আর এক বোলার মোহিতও নিলেন ৪ উইকেট। এই ম্যাচ হেরে দিল্লি ক্যাপিটালসের মতো চলতি আইপিএল থেকে বিদায়ের পথ আরও প্রশস্ত করল সানরাইজার্স হায়দরাবাদও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হায়দরাবাদের জয় রথ থামিয়ে জয়ের মুখ দেখলেন বিরাটরা

রজতের বিধ্বংসী ব্যাটিং, হায়দরাবাদকে ২০৭ রানের লক্ষ্য দিল বেঙ্গালুরু

টি ২০ বিশ্বকাপে ময়াঙ্ককে প্রথম একাদশে চান হরভজন, বাদ হার্দিক, শুভমন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের

চিতাবাঘের হামলায় বরাত জোরে প্রাণে রক্ষা জিম্বাবোয়ের ক্রিকেটারের

হায়দরাবাদের বিরুদ্ধে জিততে মরিয়া কোণঠাসা বেঙ্গালুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর