এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নজরুল মঞ্চে কেকে’র পর উঠবেন অনুপম, থাকছে অ্যাম্বুলেন্স- বিধি নিষেধ

নিজস্ব প্রতিনিধি: প্রখ্যাত সঙ্গীত শিল্পী কেকের (KK) প্রয়াণে এখনও শোকস্তব্ধ দেশ। সেই নজরুল মঞ্চ নিয়ে বিতর্ক কম হয়নি। কেকের পর প্রথম নজরুল মঞ্চে উঠবেন অনুপম রায় (ANUPAM ROY)। থাকছে অ্যাম্বুলেন্স সহ একগুচ্ছ বিধি নিষেধ। উপস্থিত থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও। বিশেষ সতর্ক লালবাজার (LAL BAZAR)।

বড় বদল আনা হয়েছে নজরুল মঞ্চের ব্যবস্থাতেও। জানা গিয়েছে, মঞ্চের ভেতরে এবং বাইরে থাকবে অ্যাম্বুলেন্স। উপস্থিত থাকবেন প্রখ্যাত চিকিৎসকরা। আগে থেকেই প্রস্তুত থাকতে জানিয়ে রাখা হয়েছে হাসপাতালকেও। আগামী শুক্রবার নজরুম মঞ্চেই কলেজ ফেস্ট। মঞ্চে সুরের জোয়ার তুলবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অনুপম রায়। অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশের সঙ্গে বৈঠক হয়েছে আয়োজক কলেজ কর্তৃপক্ষের। জানা গিয়েছে এই অনুষ্ঠানে বিশেষ সতর্ক থাকছে আয়োজকরা। মঞ্চের ভেতরে ও বাইরে থাকবে ২ টি অ্যাম্বুলেন্স, জেনারেল মেডিসিন এবং হৃদ বিশেষজ্ঞ- ২ জন চিকিৎসক থাকবেন। একটি পাসে ঢুকতে পারবেন ১ জন শ্রোতা। গায়কের কাছে যাতে কেউ আসতে না পারে সেই জন্য থাকবে বাউন্সার টিম। থাকবে অন্তত ছটি পোর্টেবল এসি।

উল্লেখ্য, কেকের প্রয়াণের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শোক প্রকাশ করে জানিয়েছিলেন, নজরুল মঞ্চ হোক বা অন্য কোথাও, অনুষ্ঠান করার আগে প্রশাসনের সঙ্গে বৈঠক করার নিয়ম চালু করার কথা ভাবা হচ্ছে। রিজেন্ট পার্কের ক্যালকাটা ইনস্টিটিউড অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ফেস্ট আয়জিত হতে চলেছে শুক্রবার। এই অনুষ্ঠানেই গান গাইবেন অনুপম। ওই দিন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যে ৫ টায়। অনুপম মঞ্চে উঠবেন সন্ধ্যে ৭ টায়।

উল্লেখ্য, ২ হাজার ৪৮২ আসন রয়েছে নজরুল মঞ্চে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শক হিসেবে প্রবেশের অনুমতি থাকবে দেড় হাজার জনের। গায়কের নিরাপত্তার জন্য কলেজ ১৫ জন বাউন্সার, ১৫ জন নিরাপত্তারক্ষী, ৮০ জন স্বেচ্ছাসেবী থাকছেন। পুরো অনুষ্ঠান জুড়ে নজরদারি চালাবেন ২৫ জন শিক্ষক। বিশেষ নজর রাখা হবে গ্রিনরুম এবং ভিআইপি প্রবেশের গেটে। 

প্রসঙ্গত, কেকের প্রয়াণের পর একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে লালবাজার। বলা হয়েছে, আম্বুলেন্স রাখতে হবে। দর্শক সংখ্যার চেয়ে বেশি পাস ছাপানো যাবে না। অনুষ্ঠানে কে বা কারা আসবেন, তা আগে থেকে পুলিশকে জানাতে হবে। বলা হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তারক্ষী রাখতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তীব্র গরমে কলকাতায় বাড়ছে জল সমস্যা,পথে নামল পুরসভা

মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানো নিয়ে বিবেচনার নির্দেশ কলকাতা হাইকোর্টের

সিধু মুসেওয়ালার খুনের ‘মূলচক্রী’ গোল্ডি ব্রার মারা যাননি, গুজব ওড়াল মার্কিন পুলিশ

খাস কলকাতায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, শুরু তদন্ত

জনসাধারণের জন্যে খুলে গেল শ্রীদেবীর চেন্নাইয়ের প্রাসাদ, ভাড়া নেওয়াও যাবে

বাজপেয়ি-আদবানি আমলের নেতাকর্মীরা বসে যাচ্ছেন, চাপে বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর