এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অয়নের মৃত্যুকাণ্ডে সিবিআই তদন্ত চাইছে পরিবার

নিজস্ব প্রতিনিধি: দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন কলকাতার(Kolkata) হরিদেবপুরের(Haridevpur) বাসিন্দা, পেশায় অ্যাপ-বাইক চালক অয়ন মণ্ডল(Ayan Mondol)(২১)। তার পর থেকেই নিখোঁজ হন তিনি। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মাগুরপুকুরে তাঁর মরদেহ শনাক্ত করা হয়। সেই ঘটনার সূত্রে অয়নের বান্ধবী, বান্ধবীর বাবা, মা, নাবালক ভাই-সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মাথায় আঘাতের জেরে অয়ন মারা যান এবং তার পরে পণ্যবাহী গাড়ি ভাড়া করে তাঁর দেহ মাগুরপুকুরে ফেলে দেওয়া হয়। সোমবার সামনে এসেছে অয়নের পোস্টমর্টেম রিপোর্ট। সেখানে বলা হয়েছে শক্ত ও ভোঁতা কোনও জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল অয়নকে। মাথায় এবং দেহে একাধিক আঘাতের জেরেই তাঁর মৃত্যু(Murder) হয়েছে। এরপরে পরেই অয়নের পরিবার এই ঘটনায় সিবিআই(CBI) তদন্তের দাবি জানিয়েছে।

শুধু তাই নয়, অয়নের বাবা এখন তাঁর আগের ঘোষিত অবস্থান থেকে সরে এসেছেন। অয়নের মৃত্যুর পর তাঁর বাবা সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, মা ও মেয়ে দু’জনেই ছেলেকে চাইত, ও কী করবে? অয়নের বান্ধবীর বাবা জেনে যায় যে আমার ছেলের সঙ্গে ওঁর স্ত্রীর সঙ্গেও সম্পর্ক রয়েছে। মেয়ের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে। সে ভেবেছিল যে আমার ছেলেকে মেরে দিলে সংসারে সুখ ফিরবে। এই কারণেই খুন করা হয়েছে অয়নকে। মা-ও আমার ছেলেকে ভালোবাসত, মেয়েও আমার ছেলেকে ভালোবাসত। আমার ছেলে কী করবে?’ কিন্তু সোমবার তিনিই ভিন্ন দাবি করেছেন। এখন তাঁর দাবি, ‘এগুলি আমার বক্তব্য নয়। পুলিশ জোর করে আমাকে দিয়ে এ সব বলিয়েছে। পুলিশের ওপর আমার কোনও আস্থা নেই। দশমীর রাতে অয়ন খুন হওয়ার পর আমাকে হরিদেবপুর থানায় নিয়ে গিয়ে পুলিশ জোর করে বয়ান দেওয়ায়। সিবিআই তদন্ত হলেই আমার মরা ছেলে ন্যায়বিচার পাবে। বাবা হয়ে বলছি, অয়ন খুব ভাল ছেলে ছিল। ওর শুধু মেয়েটার সঙ্গেই ভালবাসার সম্পর্ক ছিল। মেয়েটির মায়ের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না।’  

ঘটনার দিন অয়নের সঙ্গে এক বন্ধু গিয়েছিলেন। তিনি বান্ধবীর বাড়ির বাইরে ছিলেন। পুলিশ সূত্রের খবর, সেই সময়ে বান্ধবীর বাবা এবং ভাই বাড়িতে ছিলেন না। বাড়িতে ঢুকতেই বান্ধবীর মায়ের সঙ্গে অয়নের বচসা হয়েছিল। অন্য একটি সূত্রের দাবি, মোবাইলে বান্ধবী এবং তাঁর মায়ের সঙ্গে অয়নের ঘনিষ্ঠ ছবি নিয়ে সম্প্রতি গোলমাল হয়েছিল। ওই ছবি এবং ভিডিয়ো সম্পর্কে অয়নের কয়েক জন বন্ধুও জানতেন। অয়নের এক বন্ধু বলেন, অয়ন নিজেই ওই ছবি বন্ধুদের দেখিয়েছিল। সম্প্রতি সেই খবর বান্ধবীর বাবা জানতে পারেন।’ প্রশ্ন উঠেছে, ওই ছবি এবং ভিডিয়ো মুছে ফেলা নিয়েই কি গোলমাল? বহু ক্ষেত্রে এই ধরনের ছবি এবং ভিডিয়ো নিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ ওঠে। এ ক্ষেত্রেও তেমন কিছু হয়েছিল কি না, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে অয়নের ফোনটি উদ্ধার হলেই এই প্রশ্নের জবাব পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

পুলিশি তদন্তে উঠে এসেছে, অয়নকে খুন করা হয় তাঁর বান্ধবীর বাড়িতেই। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, অয়নকে ভোঁতা এবং ভারী কোনও বস্তু দিয়ে মাথার পিছনে আঘাত করে খুন করা হয়। অয়নের বান্ধবীর বাড়ির এক তলা এবং দোতলা সম্পূর্ণ থাকলেও তিন নম্বর তলা নির্মীয়মাণ। প্রাথমিক তদন্ত অনুযায়ী, অয়নের বান্ধবীর নির্মীয়মাণ বাড়ির দোতলাতেই খুন করা হয় অয়নকে। কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা রক্তের কোনও দাগ দোতলায় পাননি। রক্তের দাগ থেকে থাকলেও তা প্রমাণ লোপাটের উদ্দেশ্যে আগেই ধুয়ে ফেলা হয়েছিল বলেও মনে করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পাশাপাশি এই প্রশ্নও উঠে আসছে যে, অয়নের কাছে থাকা ফোন কোথায়? অয়নের বান্ধবী দাবি করেন, অয়নের ফোনে ‘আপত্তিকর’ ছবি রয়েছে। তাঁর দাবি কতটা সঠিক, তা ফোনটি পরীক্ষা করে দেখার পরেই বলা সম্ভব বলে মত তদন্তকারীদের। ফোনে বান্ধবী এবং তাঁর মায়ের ‘আপত্তিকর’ কোনও ছবি ছিল কি না, সে দিকেই আপাতত নজর রয়েছে তদন্তকারীদের। ‘আপত্তিকর’ ছবি দেখিয়ে অয়ন ক্রমাগত ব্ল্যাকমেল করতেন কি না, তা-ও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

২৬ হাজার চাকরিহারা পাবেন এপ্রিল মাসের বেতন, জানাল শিক্ষা দফতর

২ মাসের মধ্যে ৮৬৭ শূন্যপদে দিতে হবে চাকরি, প্রাথমিকে নিয়োগে বড় নির্দেশ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর