-273ºc,
Friday, 2nd June, 2023 5:08 am
নিজস্ব প্রতিনিধি: কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় নানা সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দল তৃণমূল কংগ্রেস(TMC) সমর্থিত প্রার্থীদের হারাতে কোথাও প্রকাশ্যে আবার কোথাও আসন বন্টনের মাধ্যমে লিখিত বা অলিখিত জোট হচ্ছে রাম-বামের মধ্যে। মানে সিপিআই(এম)(CPI-M) ও বিজেপির(BJP) মধ্যে। কোনও কোনও জায়গায় আবার সেই জোটে যোগ দিচ্ছে কংগ্রেসও। সেই রামধনু জোট কোথাও ভোটে জিতছে আবার কোথাও বা হারছে। কিন্তু সেই সব ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়ছেন বাম নেতৃত্ব। কার্যত মুখ পুড়ছে তাঁদের। বার বার বারণ করেও, নির্দেশ জারী করেও, সতর্ক করেও এমনকি দল থেকে বহিষ্কার বা সাসপেন্ড করেও পরিস্থিতির বদল ঘটাতে পারছেন না বাংলার বাম নেতারা। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া বার্তা দিলেন বামফ্রন্ট(Leftfront) চেয়ারম্যান বিমান বসু(Biman Basu)। সাফ জানিয়ে দিলেন পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) বিজেপির সঙ্গে কোনও জোটই করা যাবে না।
আরও পড়ুন দুয়ারে সরকারে দুর্নীতি, Zero Tolerence’র নির্দেশ মুখ্যমন্ত্রীর
ঠিক কী জানিয়েছেন বিমানবাবু? পক্ককেশের এই বর্ষীয়াণ নেতা সাফ জানিয়ে দিয়েছেন, ‘তৃণমূলকে হারানোর লক্ষ্য নিয়েই বামাদের লড়াই করতে হবে। সেই লড়াইকে জোরদার করে তুলতে ধর্মনিরপেক্ষ সমমনোভাবাপন্ন দলের হাত ধরা যেতেই পারে। কিন্তু চরম দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল দল বিজেপির সঙ্গে পঞ্চায়েত ভোটে কোনওভাবেই আঁতাত করা যাবে না। যারা এটা করেছে তারা রাজনীতির র-টাও বোঝে না। আমরা কখনও এই ধরনের রাজনৈতিক কর্মসূচি সমর্থন করি না। যারা এরকম কাজ করতে চায় তারা যেন আমাদের পার্টিতে না থেকে অন্য পার্টিতে চলে যায়।’ কার্যত দলের নীচুতলার নেতা থেকে কর্মীদের এই বার্তা দিয়েছেন বিমানবাবু। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে গিয়েছে, এই নির্দেশ বা বার্তা আদৌ মানবেন তো দলের নেতা বা কর্মীরা। নাকি সেই সমবায়ের মতোই দেখা যাবে, দলের উঁচুতলার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রামের হাত ধরবেন বাম নেতাকর্মীরা! ওয়াকিবহাল মহলের কিন্তু ধারনা, বিমানের বার্তায় দলের উদ্বেগ ও অসহায়তা ফুটে উঠেছে। দলের নীচুতলার নেতাকর্মীরা যে আর দলের উঁচুতলার নির্দেশ মেনে চলছেন না সেটাই প্রকট হয়েছে এবং যতদিন যাবে সেটা আরও প্রকট হবে।