এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়, প্রচারে হাওড়া পুরনিগম

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: গার্ডেনরিচ কাণ্ডের আগে পরে করে কলকাতা, বিধাননগর মায় হাওড়া ও শহরতলির বুকে বেশ কিছুই বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। কিন্তু দেখা যাচ্ছে প্রায় সর্বত্রই আদালতের নির্দেশ মেনে সেই অবৈধ নির্মাণগুলি ভাঙতে গিয়ে সমস্যায় পড়ে যাচ্ছে সেখানকার পুর কর্তৃপক্ষ। কেননা অনেক জায়গায় দেখা যাচ্ছে, সেই সব বেআইনি নির্মাণের Mutation হয়ে বসে আছে এবং সেখান থেকে স্থানীয় পুর কর্তৃপক্ষ নিয়মিত ভাবে Property Tax-ও পাচ্ছে। আর সেই সময় বেআইনি নির্মাণ ভাঙতে যাচ্ছেন যারা তাঁদের পাল্টা প্রশ্ন মায় হুমকি ধমকির মুখেও পড়তে হচ্ছে। কেউ কেউ তো আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিচ্ছেন। এবার হাওড়া পুরনিগম(HMC) কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানের জন্য কিছুটা ভিন্ন পথে হাঁটা দিল। তাঁরা শহরের মোড়ে মোড়ে, জনবহুল এলাকাতে, পাড়ায় পাড়ায় বড় জায়ান্ট স্ক্রিনে ভিডিও বার্তার(Digital Campaign) মাধ্যমে বার্তা দিচ্ছে যে, কোনও ফ্ল্যাটের মিউটেশন হয়ে গিয়েছে মানেই সেই আবাসন বা ফ্ল্যাট বাড়ি বৈধ হয়ে যাচ্ছে এমনটা নয়। যা বেআইনি নির্মাণ তা মিউটেশনের মাধ্যমে মোটেই বৈধ হয়ে যায় না।

হাওড়া পুরনিগম সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আদালতের নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে দেখা গিয়েছে সেই সব নির্মাণ Mutation হয়ে বসে আছে এবং সেখান থেকে পুর কর্তৃপক্ষ নিয়মিত ভাবে Tax-ও পাচ্ছে। ওইসব নির্মাণের আবাসিকের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, পরে বৈধ করে নেওয়া হবে, প্রোমোটারের এই আশ্বাস পাওয়ার পর কেউ কেউ ফ্ল্যাট কিনেছেন। আবার কেউ কেউ আবাসনের Mutation রয়েছে দেখেই ভরসা পেয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই প্রোমোটাররা Mutation’র গাজর ঝুলিয়ে বিক্রি করেছেন ফ্ল্যাট। ৩ অথবা ৪ তলার অনুমোদন নিয়ে বানিয়ে ফেলেছেন ৫ অথবা ৬ তলার ফ্ল্যাট। আর তাই খুব সহজে সেই সব বেআইনি নির্মাণ ভাঙতে পারছেন না পুর কর্তৃপক্ষ। তাঁদের আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আর তাই বেআইনি নির্মাণ ঠেকানোর পাশাপাশি নাগরিকদের সচেতন করতে হাওড়া পুরনিগম কর্তৃপক্ষ ডিজিটাল প্রচারের শরণাপন্ন হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে থাকা জায়ান্ট স্ক্রিনে তুলে ধরা হচ্ছে, ‘মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়’, এই বার্তা।   

ওই ডিজিটাল বার্তায় বলা হচ্ছে, কোনও ফ্ল্যাট কেনার আগে পুরনিগম অথবা রাজ্য নগরোন্নয়ন দফতরের ওয়েবসাইটে সেই নির্মাণের বৈধতা যাচাই করুন। Mutation থাকা মানেই সেই আবাসন বৈধ এমন নিশ্চয়তা নেই। অনুমোদন পাওয়া নির্মাণের বৈধ প্ল্যান রয়েছে কিনা, দেখুন। এ বিষয়ে একটি ওয়েবসাইটও দেওয়া হচ্ছে, হাওড়া পুরনিগম এলাকায় ফ্ল্যাট কেনার ক্ষেত্রে নাগরিকরা সেই নির্মাণের বৈধতা যাচাই করতে পারবেন www.udma.wb.gov.in কিংবা www.myhmc.in এর মাধ্যমে। এছাড়াও কারোর যদি ওয়েবসাইট দেখে বুঝতে অসুবিধা হয় তাহলে সরাসরি পুরনিগমে এসেওীই বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পারবেন সাধারণ মানুষ। সব থেকে বড় কথা শহরের ৯৯ শতাংশ মানুষই জানেন না যে, Mutation আর বৈধ প্ল্যান সম্পূর্ণ আলাদা বিষয়। অধিকাংশই ভাবেন Mutation-ই হল বৈধতার শিলমোহর। বাস্তবে আদৌ তা নয়। শহরে কোনও নির্মাণ বা আবাসনের বৈধতা প্রমাণ করবে একমাত্র পুরনিগমের অনুমোদিত প্ল্যান। আগামী দিনে এমনও হতে পারে যে, অবৈধ নির্মাণকে সেই পুরনিগম বা পুরসভা Mutation করানোর অনুমতি নাও দিতে পারে। এমনকি সেই নির্মাণ ভাঙাও পড়তে পারে। তাই সেই সব নির্মাণ কেনার আগে আমজনতাকেই সচেতব হতে হবে। অন্তত কিছু মানুষ সচেতন হলেই অনেক প্রোমোটার বেআইনি নির্মাণ তৈরির আর সাহস পাবেন না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কালবৈশাখীর তাণ্ডবে রাজ্যজুড়ে পাঁচজনের প্রাণহানি

সোমবার সন্ধ্যায় ঝমঝমিয়ে প্রথম কাল বৈশাখীর বৃষ্টি কলকাতা শহরে

মালদা ও মুর্শিদাবাদের নির্বাচনে বুথগুলিকে ঘিরে কড়া নজরদারি কমিশনের

গাছে জল দিতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার, বাগুইহাটিতে মর্মান্তিক ঘটনা

বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, পুরুলিয়াতে শিলা বৃষ্টি শুরু

সুপ্রিম কোর্টে হল না চাকরিহারাদের মামলার শুনানি, সম্ভাবনা আগামিকাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর