এই মুহূর্তে




‘জো জিতা ওহি শিকন্দর’, টুইট করে মমতাকে শুভেচ্ছা তথাগতর




নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারই ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়েছেন। পরবর্তী ২৪ ঘণ্টায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন তৃণমূল নেত্রী। দেশের বিভিন্ন প্রান্তের বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা যেমন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তেমনই কয়েকটি বিশেষ বার্তা চোখ টেনেছে বাংলার রাজনৈতিক মহলের। এরমধ্যে অন্যতম বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। সোমবারই তিনি টুইটে শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর লিখলেন, ‘জো জিতা ওহি শিকন্দর’। অপরদিকে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি শুকান্ত মজুমদারও তৃণমূল নেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।

তবে একা তথাগত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বহু বিজেপি নেতাই। এরমধ্যে অন্যতম জয় বন্দ্যোপাধ্যায়। তিনি আবার বঙ্গ বিজেপির নেতৃত্বকেই কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে। বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় তাঁর টুইটের প্রথমেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এও উল্লেখ করেছেন তাঁর সঙ্গে মমতার রাজনৈতিক মতাদর্শের মিল নেই। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তিনি টুইটটি শেষ করেছেন ‘জো জিতা ওহি শিকন্দর’ লিখে।

রাজনৈতিক মহলের প্রশ্ন তবে কী তিনি বঙ্গ বিজেপির নেতৃত্বকেই বিঁধলেন? বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্য়ায় অবশ্য রাখঢাখ রাখেননি। তিনি মমতাকে শুভেচ্ছা বার্তা দিয়ে বঙ্গ বিজেপিকে সরাসরি ঠুকলেন। জয় বলেছেন, ‘কোর্টে গিয়ে ভোটের লড়াই হয় না। নির্বাচন কমিশনে গিয়েও হয় না। ভোটটা ময়দানে লড়তে হবে’। আবার তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে তিনি বললেন, ‘এই জয়ের তুলনা নেই। আপনি অপ্রতিরোধ্য। আপনার হাত ধরে বাঙালির জয়, বাংলার জয় আসবেই’। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন, রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

IIM জোকা ক্যাম্পাসে ধর্ষণকাণ্ডে আদালত জামিন দিল মূল অভিযুক্তকে

রবিতে দুঃসংবাদ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

২১ জুলাই কোন মঞ্চে থাকবেন জানিয়ে দিলেন দিলীপ

ওড়িশাতে কিশোরীকে হত্যার চেষ্টা ঘটনা ‘প্রধানমন্ত্রীর বেটি পোড়াও প্রকল্প’ বলে মন্তব্য শশী পাঁজার

দিদির একনিষ্ঠ ভক্ত, চলন্ত ট্রেনে ২১ জুলাইয়ের প্রচার ভাই দাসের

অসমে বাংলায় কথা বলায় হেনস্তা, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ