এই মুহূর্তে




ওবিসি শংসাপত্র মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট




নিজস্ব প্রতিনিধি : রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আপাতত হস্তক্ষেপ না করলেও রাজ্যকে এই বিষয়ে হলফনামা দিতে বলেছে রাজ্যকে। ২০১০ সালে ওবিসি (OBC) তালিকাভুক্তদের অধিকার বজায় থাকার কথা হলফনামায় জানাতে বলা হয়েছে রাজ্যকে। পরের সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে।

কলেজে ভর্তি প্রক্রিয়ায় নিয়ম না মেনে ভর্তি প্রকিয়া চলছে বলে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়েছিল। বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। মামলাকারীদের অভিযোগ, ওবিসি-এ এবং ওবিসি -বি ভাগ করে কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে। চলতা মাসেই ওবিসির (OBC) সাম্প্রতিক তালিকার উপর স্থগিতাদেশ দেয় আদালত। তারপরেও কলেজে ভর্তি নেওয়া হচ্ছে।

এই বিষয়ে আদালত জানিয়ে, কীভাবে এই অভিযোগ তোলা হচ্ছে? আদালতের নির্দেশের পরে শ্রেণিবিন্যাস স্থগিত রাখার হয়েছে। এই মামলায় রাজ্য সুপ্রিম কোর্টের (SC) দিকে তাকিয়ে আছে। শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে দিলে ভর্তি শুরু নিয়ে অসুবিধা নেই।

বৃহস্পতিবার এই মামলা আদালতে উঠলে রাজ্য বলে, হাইকোর্ট (Calcutta High Court) ১৭ জুন ওবিসির (OBC) নতুন বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ৩১ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। আদালত এই নির্দেশ দেওয়ার পরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি এবং নিয়োগের ক্ষেত্রে ওবিসির শ্রেণিবিন্যাস করা হবে না। আগের নিয়মেই ভর্তি প্রক্রিয়া চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ইন্ডিয়া’র বৈঠকে শনিবার কলকাতা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন অভিষেক

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে ‘নীরব’ মোদি

বাংলায় এসে মিথ্যাচার করছে প্রধানমন্ত্রী মোদি, কটাক্ষ তৃণমূলের

মালবাজারের শালবাড়ীর পাটক্ষেতে নাবালিকার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

২১ জুলাইয়ের সভা ঘিরে একাধিক শর্ত হাইকোর্টের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে নিউটাউনে গ্রেফতার বিএসএফ কনস্টেবল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ