27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:38 pm
নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) ভূমিকায় ফের ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার সিবিআইয়ের (CBI) ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল। সেই শুনানির সময় এদিন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে বিরক্তি এবং ক্ষোভ প্রকাশ করে। বিচারপতি বলেন, সিবিআই কৌঁসুলিদের বারবার প্রশ্ন করেও সঠিক উত্তর মিলছে না। শুধু তাই নয়, বিচারপতি সিবিআই আইনজীবীদের উদ্দেশে আরও বলেন, আপনারা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে যান। তিনি সব বুঝিয়ে দেবেন। আপনাদের তদন্তকারী অফিসার কোথায়। আপনারা কিছুই করছেন না।
প্রসঙ্গত কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ করে দেয়। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ সুবীরেশের জামিনের আবেদন খারিজ করে। তিনিও কল্যাণময়ের মতো একই মামলায় অভিযুক্ত। বৃহস্পতিবার বিচারপতি সিবিআইয়ের কাছে জানতে চান, বুধবারের মামলার সঙ্গে এদিনের মামলার কোনও যোগ রয়েছে কি না। বিচারপতি মন্তব্য করেন, সিবিআই আইনজীবীদের কাছ থেকে সঠিক জবাব পাওয়া যায় না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় বিরক্ত হয়ে তিনি বলেন, এমন তদন্তকারীদের মুখোমুখি হতে হচ্ছে বলে আমরা খুব দুঃখিত। যদিও বিচারপতি বিষয়টি নিয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে দুটি একই মামলা। বৃহস্পতিবার বিচারপতি এই মামলা মুলতুবি ঘোষণা করেন। মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী বছর ৪ জানুয়ারি।