এই মুহূর্তে




খুব শীঘ্রই সংগঠনে বড়সড় রদবদল হতে চলেছে তৃণমূলে, নেপথ্যে অভিষেকের হোমওয়ার্ক

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: তিনি নিজেই লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) পরে সক্রিয়া রাজনীতি থেকে কিছুদিন ছুটি নিয়েছিলেন। পরে ফিরে এসে জানিয়েছেন, ছুটির মধ্যেই তিনি অনেক কাজ সেরে ফেলেছেন। সেই কাজ হল লোকসভা নির্বাচনে আসন ধরে ধরে তৃণমূলের(TMC) ভোটপ্রাপ্তির হিসাব খতিয়ে দেখা। আর সেই সব হিসাব দেখেই তিনি নিশ্চিত হন রাজ্যের বেশ কিছু এলাকায় দলের বিরুদ্ধে ভোট করিয়ে বিজেপি ও কংগ্রেসকে সুবিধা পাইয়ে দিয়েছেন দলেরই কিছু নেতা। এদের কেউ গ্রামীণ বা শহরের নেতা, এবার কেউ ব্লক স্তরের নেতা। কোনও কোনও জেলা স্তরের নেতার জেলাতেও দেখা গিয়েছে তৃণমূলের ফল খারাপ হয়েছে যা হওয়ার নয়। আর তাই দলের বিরুদ্ধে কাজ করা এই সব নেতাকে আর রেয়াত নয়। খুব শীঘ্রই দলে তাই আসছে বড় ঝাঁকুনি। নিম্নস্তর থেকে জেলা স্তর পর্যন্ত হতে চলেছে বড়সড় রদবদল। আর সবটাই হচ্ছে বা করবেন তিনি নিজে বা তাঁর নজরদারিতে। আলোচনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

আরও পড়ুন ঘূর্ণাবর্তের হাত ধরে বৃষ্টি ঘাটতি মিটছে বাংলার

অভিষেক আগেই কড়া বার্তা দিয়েছিলেন। এবার তৃণমূলের অন্দরে জোর জল্পনা, শুধু পঞ্চায়েত স্তরে বা ব্লক স্তরে নয়, বদল হতে পারে দলের একাধিক সাংগঠনিক জেলার সভাপতিও। প্রায় ৮-১০টি সাংগঠনিক জেলার(Organizational District) সভাপতি বদল হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে জোড়াফুলে। লোকসভা নির্বাচনে খারাপ পারফরম্যান্সের খেসারত দিতে হতে পারে একাধিক জেলা সভাপতিকে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জল্পনায় নাম রয়েছে একাধিক জেলা সভাপতির। কোন জায়গায় কেন পরাজয়, স্থানীয় রাজনীতির সমীকরণ কী, সবটাই নজরে রেখে বদল আনা হবে। ভোটের হিসাব বলছে ৭৪টি পুর এলাকায় পিছিয়ে শাসকদল। বহু বিধানসভায় পিছিয়ে তৃণমূল। তবে সূত্রের খবর, যেখানে হার সেখানেই পরিবর্তন, রদবদলের ক্ষেত্রে এমন সরলীকরণের রাস্তায় হাঁটবেন না অভিষেক। জেলা সভাপতি বদলের চর্চায় কেন্দ্রবিন্দুতেই রয়েছে পূর্ব মেদিনীপুরের নাম। এই জেলার দুই লোকসভাতেই পরাজয় হয়েছে তৃণমূলের। এই জেলায় বেশ কিছু নেতা বিরোধী দলের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রাখছেন বলে চর্চা তৃণমূলের অন্দরে। এই জেলায় সভাপতি বদল-সহ একাধিক সাংগঠনিক পদে বদল হতে পারে।   

আরও পড়ুন ট্যুইটে ছিল হুঁশিয়ারি, এবার মমতার চিঠি গেল নির্মলার কাছে, নেপথ্যে বিমায় GST

সভাপতি বদল হতে পারে মালদারও। এই জেলায় দল গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। সংগঠন কার্যত ভেঙে পড়েছে বলেই মনে করছেন দলের কেউ কেউ। তাই এ জেলায় সাংগঠনিক খোলনলচে বদলের পরিকল্পনা রয়েছে শাসকদলের। সভাপতি বদল হতে পারে মতুয়া অধ্যুষিত বনগাঁ সাংগঠনিক জেলায়ও। তাপস রায় দল ছাড়ার পর ব্যারাকপুর সাংগঠনিক জেলা এখন সভাপতি শূন্য। এখানেও বসানো হতে পারে নতুন মুখ। অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় সভাপতি বদল নিয়েও চলছে চর্চা। এই দুই জেলাতেই বারংবার উদ্যোগ নিয়েও গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ন্ত্রণে আনা যায়নি। এই দুই জেলায় সভাপতি-সহ জেলা সংগঠনে রদ বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও চর্চায় রয়েছে জঙ্গলমহলের বাঁকুড়া জেলা। এই জেলায় তৃণমূল সংগঠনে আসতে পারে বড় রদবদল। তবে বীরভূমে এখনই কোনও বদল হচ্ছে না। বদলের তালিকায় নাম নেই মুর্শিদাবাদ জেলারও। দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও বদলের সেভাবে কোনও সম্ভাবনা নেই।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 আরজি কর কাণ্ডের তদন্ত কত দিনে শেষ হবে? সদুত্তর দিতে পারল না সিবিআই

আরজি করে ‘গণধর্ষণ’ হয়নি, হাইকোর্টে ফের জানাল CBI

ভুয়ো কাস্ট সার্টিফিকেট কাণ্ডে নয়া মোড়, শাস্তিমূলক পদক্ষেপ নিল নবান্ন

তৃণমূলের শিক্ষক নেতার বরখাস্তের আদেশ প্রত্যাহার ডিভিশন বেঞ্চের

উপাচার্যের পদ থেকে অপসারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সরানো হল ভাস্কর গুপ্তকে

খাদিম-কর্তা অপহরণ মামলায় বেকসুর খালাস আখতার হোসেন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর