এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

হাওড়ায় এদিন থেকেই ফের Christmas Carnival চালুর কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: পার্কিং ফি(Parking Fee) নিয়ে বিবাদের জেরে গতকাল অর্থাৎ বুধ সন্ধ্যায় বন্ধ করে দেওয়া হয়েছিল হাওড়া শহরের(Howrah City) বুকে প্রথমবার আয়োজিত হওয়া Christmas Carnival’র। ডুমুরজলার ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক(Dumurjala Sasthi-Narayan Eco Park) এই কর্নিভ্যালের আয়োজন করা হয়। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সেই ডুমুরজলার এলাকার সরকারি স্থায়ী হেলিপ্যাড থেকে চাকলা যাওয়ার পথে সেই কার্নিভাল নিয়ে কড়া নির্দেশ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সাফ জানিয়ে দিলেন, এদিন থেকেই কার্নিভাল ফের চালু করে দিতে হবে। সেই নির্দেশের জেরেই হাওড়া পুরনিগমের(HMC) তরফে এদিন দুপুর থেকেই ফের কার্নিভাল চালু করার কথা জানিয়ে দেওয়া হল।

হাওড়ার বুকে এই প্রথম শুরু হয়েছিল Christmas Carnival। ভিড়ও বেশ ভালই হচ্ছিল। হাওড়া পুরনিগমের উদ্যোগে একটি কমিটি গঠন করে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের জন্য থিম সং গাওয়ানো হয় বিখ্যাত সংগীত শিল্পী অরিজিৎ সিংকে দিয়ে। কিন্তু তারপরেও পার্কিং ফি নিয়ে বিবাদ বাঁধে পুরনিগমের প্রশাসক সুজয় চক্রবর্তী এবং শিবপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারির মধ্যে। সেই বিবাদের জেরেই গতকাল সন্ধ্যা থেকেই এই কার্নিভাল বন্ধ করে দেওয়া হয়। স্বাভাবিক ভাবেই হতাশ হয়ে পড়েন এলাকাবাসী। বুধবার রাতেই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সূত্রেই এদিন যখন তিনি চাকলা যাওয়ার জন্য ডুমুরজলার হেলিপ্যাডে আসেন তখনই তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, এদিন থেকেই এই কার্নিভাল চালুর জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে নাম না করেই কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী মনোজ তিওয়ারিকে।

পুরনিগমের তরফে গতকাল সন্ধ্যায় জানানো হয়েছিল নিরাপত্তার খাতিরে এই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে মনোজ তিওয়ারি দাবি, পার্কে আগত দর্শকদের জন্য একটি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে পার্কিং ফি বাবদ ঘণ্টা প্রতি ১০ টাকা করে নেওয়া হচ্ছে। পার্কের এন্ট্রি ফি যেখানে ৫ টাকা, সেখানে কার্নিভাল অনুষ্ঠানের জন্য এত টাকা কেন নেওয়া হচ্ছে, এই নিয়ে আপত্তি করেন অনেকেই। এরপরেই তাঁর অনুগামীরা এসে অনুষ্ঠানে বিষয়টি নিয়ে ঝামেলা করেন বলে অভিযোগ। ঝামেলার জেরে বন্ধ করে দেয়া হয় ক্রিসমাস কার্নিভাল। বেশ কিছুক্ষণ আটকে রাখা হয় সুজয় চক্রবর্তীকেও।

মুখ্যমন্ত্রী কিন্তু এদিন সাফ প্রশ্ন তোলেন, ‘কয়েকজনের ঝামেলার জন্য কার্নিভাল বন্ধ করে দেওয়া হল কেন? আমি পুলিশের সঙ্গে কথা বলেছি। আজই এখন থেকেই কার্নিভাল চালু করে দিতে হবে। আইন আইনের পথে চলবে। হাওড়ার পুরপ্রশাসককে বলব, আপনি আপনার মতো কাজ করে যান। অরূপ বিশ্বাস আজ ওখানে যাবে। যা করার করে দিয়ে আসবে। ২জনকে তো আটকও করা হয়েছে। দুপক্ষের ঝামেলায় কোনওভাবে বন্ধ হবে না কার্নিভাল। পুর প্রশাসককে বলব, নিজের মতো সিদ্ধান্ত নিন। পুলিস যা যা ব্যবস্থা নেওয়ার নেবে। কেউ কোনও সমস্যা করলে, আইন আইনের পথে চলবে। আমি এসব সমর্থন করি না। ৪-৫ জনের কার্নিভাল বন্ধ হবে না।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোট পঞ্চমীতে গড় দখলে রাখার লড়াই তৃণমূল-বিজেপির

বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে, শুক্রবারের মধ্যে নিম্নচাপ অতি শক্তিশালী হবে

রামের নামে আর চিঁড়ে ভিজছে না শিল্পাঞ্চলে, খাবি খাচ্ছে বিজেপি

ভূপতিনগর ও পটাশপুর থানার ওসি সহ পুরুলিয়ার এসপিকে সরাল কমিশন

বিধান ভবনে খাড়গের ছবিতে লেপে দেওয়া হল কালি, লেখা হল ‘টিএমসি দালাল’

বাংলার মুখ্যসচিবের মেয়াদবৃদ্ধি নিয়ে মুখে কুলুপ এঁটেছে মোদি সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর