27ºc, Haze
Tuesday, 28th March, 2023 10:57 pm
নিজস্ব প্রতিনিধি: জেলা সফর শেষ করে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) ফিরেছিলেন নবান্নে (NABANNA)। তখন বিকেল। হঠাৎ সেখানে ঢুকলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (SOURAV GANGULY)। বৈঠক হল দীর্ঘক্ষণ। আলোচনার বিষয় কী? তা অবশ্য জানা যায়নি, তবে বৈঠকের বিষয় নিয়ে জল্পনা তুঙ্গে।
সোমবার বিকেল ৪টে নাগাদ নবান্নে গিয়েছিলেন সৌরভ। তারপরে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে প্রায় ২০ মিনিট ধরে। সৌরভ নবান্ন থেকে বেরিয়ে বৈঠকের বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি। এদিন তিনি বলেন, ব্যক্তিগত কারণে সাক্ষাৎ।
কারও অনুমান, ক্রিকেট অ্যাকাদেমি (CRICKET ACADEMY) নিয়ে এদিন আলোচনা হয়েছে। আবার অনেকেই উড়িয়ে দিচ্ছেন না রাজনীতিতে (POLITICS) যোগ দেওয়ার প্রসঙ্গও। তবে সৌরভ এতদিন বরাবরই এড়িয়ে চলেছেন রাজনীতির রঙ।
এদিন সৌরভের সঙ্গে বৈঠক করেই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন এসএসকেএমে (SSKM)। হাসপাতালের ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। উদ্বোধন করেন ৬টি প্রকল্পের।