27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:12 pm
নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যু (Death) হল এক তরুণীর। বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID) চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু হয় তাঁর। তরুণীর মৃত্যুতে শোকের ছায়া তাঁর পরিবারে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম মল্লিকা দাস। ২৪ বছর বয়স তাঁর। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের বাসিন্দা ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, কিছুদিন আগে জ্বর নিয়ে মল্লিকা দাস ভর্তি হন বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু চিকিৎসা চলাকালীন শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হয়ে ওঠে। এরপর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ভেন্টিলেশনে রাখা হয় মল্লিকাকে। রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। চিকিৎসকরা জানান, ডেঙ্গু শক সিন্ড্রোমে মৃত্যু হয়েছে মল্লিকার।
উল্লেখ্য, বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় হালতুর বাসিন্দা ১৪ বছরের ভার্গবি মণ্ডলের। এর আগে বেলেঘাটা আইডিতেই আমিনা খাতুন নামে এক যুবতীর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য ভবনের কর্তাদের কপালে। যদিও ডেঙ্গু মোকাবিলা করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে প্রশাসন। সচেতনতার প্রচার থেকে শুরু করে মশা নিধন, ডেঙ্গু মোকাবিলা করতে রাজ্য প্রশাসন উদ্যোগী। ডেঙ্গু সচেতনতা প্রচারে পথে নেমেছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। গত শনিবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ও বিধাননগর পুরসভার মেয়র একসঙ্গে রাস্তায় নামেন। ডেঙ্গু(Dengu) সচেতনতার ব্যানার নিয়ে এদিন দুই মেয়রের সঙ্গে রাস্তায় হাঁটেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি সহ অন্যান্য কাউন্সিলররা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও।