এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শেষ হয়নি সিলেবাস, উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের জন্য অতিরিক্ত ক্লাস?

নিজস্ব প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য বিশেষ অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে চাইছে শহরের একাধিক স্কুল। টেস্ট পরীক্ষার পর এই অতিরিক্ত ক্লাস নেওয়া হতে পারে। গোটা সিলেবাস শেষ না হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। স্কুল খোলার পরে আবার গরমের ছুটি পড়ে গিয়েছিল। সবমিলিয়ে মাত্র সাড়ে তিন মাস ক্লাস হয়েছে। ফলে সিলেবাস শেষ হয়নি, অনেকটা বাকি রয়ে গিয়েছে। সেই অসম্পূর্ণ সিলেবাস শেষ করতে পড়ুয়াদের জন্য অতিরিক্ত বিশেষ ক্লাসের ব্যবস্থা।

সদ্য শেষ হয়েছে দুর্গা পুজো। পুজোর ছুটির পর স্কুল খুললে শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পরীক্ষা। আর সেক্ষেত্রে পড়ুয়াদের একাংশের প্রশ্ন, সিলেবাস যেখানে শেষ হয়নি, সেখানে তারা কীভাবে টেস্ট পরীক্ষা দেবে? গরমের ছুটি, পুজোর ছুটি বাদ দিয়ে মাত্র সাড়ে তিন মাস ক্লাস হয়েছে। এই অবস্থায় পড়ুয়ারা মনে করছে সিলেবাস শেষ না হলে পরীক্ষায় বসতে তাদের সমস্যায় পড়তে হবে। একই মত শিক্ষকদের একাংশেরও। শহরের একাধিক স্কুলের শিক্ষিকরাও মনে করছেন অতিরিক্ত ক্লাস নিয়ে সিলেবাস শেষ করা জরুরি। তবে স্কুলগুলিকে যদি নির্দেশ দেয় শিক্ষা দফতর তাহলে সামগ্রিকভাবে রাজ্যের সব স্কুলে বিশেষ ক্লাস নিতে বাধ্য থাকবে স্কুলগুলি, নইলে গুটি কতক স্কুলের সদিচ্ছার উপর এই বিষয়টি সীমাবদ্ধ থাকবে বলেও মনে করছেন শিক্ষকদের একাংশ।

উল্লেখ্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আগামী ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে আগেই। আগামী ১৪ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে ২৭ মার্চ পর্যন্ত পর্যন্ত। ২০২৩ সালের ১০ জুনের মধ্যে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে বলেও জানানো হয়েছে।

২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি সবিস্তার:

আগামী উচ্চমাধ্যমিকের সমস্ত পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে, চলবে ১.১৫ পর্যন্ত। ১৪ মার্চ মঙ্গলবার রয়েছে বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলগু, গুজরাতি ও পঞ্জাবি। ১৬ মার্চ বৃহস্পতিবার হবে বাংলা (বি), ইংরেজি (বি), হিন্দি (বি), নেপাবি (বি), অল্টারনেটিভ ইংরেজি। ১৭ মার্চ শুক্রবার রয়েছে সমস্ত ভোকেশনাল বিষয়ের পরীক্ষা।

১৮ মার্চ শনিবার রয়েছে বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিকাল সায়েন্স। ২০ মার্চ সোমবার রয়েছে অঙ্ক, সাইকোলজি, অ্যান্থ্রোপলজি, অ্যাগরোনমি, ইতিহাস। ২১ মার্চ মঙ্গলবার রয়েছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, মিউজিক, ভিস্যুয়াল আর্টস। ২২ মার্চ বুধবার রয়েছে কমার্শিয়াল ল ও প্রিলিমিনারিজ অফ অডিটিং, দর্শন, সমাজবিজ্ঞান।

২৩ মার্চ বৃহস্পতিবার রয়েছে পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউনটেন্সি। ২৪ মার্চ শুক্রবার রয়েছে ইকোনমিক্স। ২৫ মার্চ শনিবার রয়েছে রসায়ন, জার্নালিজম ও মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক ও ফরাসি। ২৭ মার্চ সোমবার রয়েছে স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং ও ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট ও ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জাঙ্গিপাড়া থেকে কেন্দ্রীয় বাহিনীর পুরো টিমকে সরানো হয়েছে : মুখ্য নির্বাচনী আধিকারিক

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ

শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৬ জেলায় কমলা সর্তকতা জারি

কমিশনের নির্দেশে ভূপতিনগর ও পটাশপুর থানার নতুন ওসিরা দায়িত্ব নিলেন

প্রচারের শেষ লগ্নে ঝড়, ২৭ মে সুদীপের হয়ে পদযাত্রা মমতার

বিধান ভবনে খাড়গের ছবিতে কালি, অধীরের কাছে রিপোর্ট তলব কংগ্রেস হাইকম্যান্ডের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর