17ºc, Mist
Thursday, 2nd February, 2023 4:30 am
নিজস্ব প্রতিনিধি:শীতের রাতে শহরে আগুন লাগার ঘটনা বাড়ছে। তাই রাতের বেলা বিশেষ সতর্কতা অবলম্বন করছে দমকল বিভাগ(Firebrigade)। নৈশ ডিউটিরত দমকল কর্মীদের সব ইউনিটকে সতর্ক করা হয়েছে। যাতে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন ।রাতের দমকলের ইঞ্জিন গুলোতে পর্যাপ্ত পরিমাণ জল ,ফোম এবং হোস পাইপ যাতে সঠিকভাবে থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে সব ইউনিটকে। শুক্রবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর কমিশনারেটের অন্তর্গত নিউটাউনের হাজরা কালীমন্দির বাজারে আগুন লাগে। ভস্মীভূত হয় অন্তত ১২ টি দোকান।
শুক্রবার রাত বারোটা নাগাদ নিউটাউনের(Newtown) হাজরা কালী মন্দির বাজারের একটি খাবারের হোটেলে প্রথম আগুন লাগে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। একটি দোকানে থাকা রান্নার গ্যাসের সিলিন্ডার আগুনে ফেটে গেলে সেই আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের মোট পাঁচটি ইঞ্জিন।
এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
প্রত্যেকটা দোকান ছিল রাস্তার ধারের অস্থায়ী ঝুপড়ি দোকান। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
কি কারনে আগুন লেগেছে তা খতিয়ে দেখবে দমকল। সম্প্রতি উত্তরবঙ্গে(Northbengal) রাতের বেলা অগ্নিকাণ্ডে বস্তির একাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায় ।এমনকি বেশ কিছু বাজার এলাকাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।