-273ºc,
Sunday, 4th June, 2023 9:48 am
নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: হিরো ইন্ডিয়ায় ক্রিকেট ফুটবল বাদ দিয়ে অন্য ক্রীড়াকে যতটা তুলে ধরা হচ্ছে ফুটবলকে অতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না অভিযোগ করলেন বিশিষ্ট ফুটবলার মেহতাব হোসেন। সারা ভারতবর্ষে ক্রীড়া ক্ষেত্রে নতুন প্রতিভা তুলে আনার জন্য কেন্দ্র সরকারের ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে চালু করা হয়েছে খেলো ইন্ডিয়া(Khelo India) প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া প্রতিভা তুলে আনার উদ্দেশ্যে সারা ভারতবর্ষে প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে।
রবিবার নিউটাউনের(Newtown) ইকো পার্কে খেলো ইন্ডিয়ার তরফে সাইক্লিং প্রতিযোগিতা আয়োজন করা হয়। মূলত সাইক্লিং প্রতিযোগিতায় মহিলাদের প্রতিভা তুলে আনার জন্য এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। এদিন ফাইনালে সাতটি রাজ্য থেকে প্রতিযোগীরা অংশ নেয়। হিরো ইন্ডিয়ায় ক্রিকেট ফুটবল বাদ দিয়ে অন্য ক্রীড়াকে যতটা তুলে ধরা হচ্ছে ফুটবলকে অতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না অভিযোগ করলেন বিশিষ্ট ফুটবলার মেহতাব হোসেন(Mehetab Hossian)।
এদিন মেহতাব বলেন, “খেলো ইন্ডিয়ায় ফুটবল কেও নেওয়া উচিত। গ্রামবাংলায় রাজনীতির ময়দান বাদ দিলে একমাত্র ফুটবল যেখানে একবারে দশ থেকে পনেরো হাজার মানুষ জমা হয়ে যায়। খেলো ইন্ডিয়ায় আগামী দিনে যাতে ফুটবল কেও ইনক্লুড করা হয়, সেই বিষয়ে সরকারের ভাবা উচিত”। এমনটাই দাবি মেহতাব হোসেনের।