এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কার্নিভালের জেরে একাধিক রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল

নিজস্ব প্রতিনিধি: কার্নিভাল(Carvinal) জ্বরে ভুগতে শুরু করে দিয়েছে কলকাতা(Kolkata)। রাত পোহালেই সেই কার্নিভালে মেতে উঠবেন পুজো প্রেমীরা। কোভিডের ধাক্কা কাটিয়ে ২০১৯ সালের পরে আবারও কলকাতার রেড রোডে(Red Road) বসতে চলেছে কার্নিভালের আসর। ৯৪টি পুজো কমিটি অংশ নেবে এই কার্নিভালে। আর সেই অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তার ঘেরাটোপে বেঁধে ফেলা হয়েছে রেড রোডকে। সেই সঙ্গে শুক্রবার রাত থেকেই রেড রোড তো বটেই আরও বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ নিয়ে বিশেষ নির্দেশিকা দিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ(Traffic Police)। শনিবার যেহেতু কলকাতার একাধিক রাস্তা বন্ধ থাকবে তাই কার্নিভাল দেখতে আসা মানুষজনদের কাছে কিছুটা হলেও ভোগান্তি জুড়ে যাবে।

শুক্রবার রাত ১২টা থেকেই বন্ধ করে দেওয়া হবে রেড রোড। শনিবার সকাল ৯টা পর্যন্ত তা বন্ধ থাকবে। তার পর দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত রেড রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ওই সময় থেকেই বন্ধ করে দেওয়া হবে লাভার্স লেন, ক্যুইন্সওয়ে, পলাশি গেট রোড ও ধর্মতলা র‌্যাম্প। দুপুর ১২টা থেকে এজেসি বোস রোড ধরে এক্সাইড মোড় থেকে হেস্টিংস মোড়, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত পণ্য বহনকারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জওহরলাল নেহরু রোড থেকে পশ্চিমমুখী মেয়ো রোডে শুধু মাত্র কার্নিভালের গাড়িকে ছাড় দেওয়া হবে। রেড রোডে কার্নিভাল দেখতে যারা পায়ে হেঁটে আসবেন তাঁদের এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউটট্রাম রোড, মেয়ো রোড ধরে যেতে হবে। যাঁরা ট্রাম, বাস বা মেট্রো করে কার্নিভাল দেখতে যাবেন, তাঁরা ধর্মতলা বা পার্ক স্ট্রিটে নেমে সেখান থেকে হাঁটা পথে রেড রোডে অনুষ্ঠানস্থলে পৌঁছতে হবে।

কার্নিভালের জন্য শহরের একাধিক জায়গায় নো পার্কিং(No Parking) বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে। শনিবার দুপুর ১২টা থেকে রানি রাসমণি অ্যাভেনিউ এবং ধর্মতলার মধ্যে গাড়ি রাখা যাবে না। পার্কিং বন্ধ থাকবে চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোডে, ক্যুইন্সওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোডে। গাড়ি রাখা যাবে না হেয়ার স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট এবং আর এন মুখার্জি রোডে। পার্কিং বন্ধ থাকবে ওল্ড কোর্ট হাউস স্ট্রিটেও। এদিকে কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটির সংখ্যা কমলো। প্রথমে ঠিক হয়েছিল ১০০টি পুজো কমিটি তাঁদের প্রতিমা ও থিম সহ এই কার্নিভালে অংশ নেবে। কিন্তু নানা কারণে ৬টি পুজো কমিটি সরে দাঁড়ায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯৪টি পুজো কমিটি কার্নিভালে অংশ নিতে পারে বলেই জানা গিয়েছে। পাশাপাশি অসুস্থ থাকার জন্য ডোনা গাঙ্গুলীর অনুষ্ঠান বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে। তবে ডোনা গাঙ্গুলীর ডান্স গ্রুপ অনুষ্ঠান করবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

রবিবার কলকাতায় ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে, তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রির ঘরে

চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম আপিলের শুনানির সম্ভাবনা ৩ মে

৫০ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা, তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী

মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়, প্রচারে হাওড়া পুরনিগম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর