এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মাত্র ১ লক্ষ টাকার জন্য খুন হয়েছেন শাহ দম্পতি

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) ভবানীপুরের(Bhawanipur) শাহ দম্পতি(Shah Couple) খুনের ঘটনায় বুধবার রাতে পুলিশ(Police) গ্রেফতার করে ২জন সন্দেহভাজনকে। রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, লালবাজার সূত্রে তেমনটাই জানা গিয়েছে। তবে এই ঘটনার মূল মাস্টারমাইন্ড এখনও অধরা। তবে পুলিশ এটা জানতে পেরে গিয়েছে ওই মূল মাস্টারমাইন্ড শাহ দম্পতির মেজ জামাইয়ের এক দূর সম্পর্কের আত্মীয়। মূলত টাকাপয়সা নিয়ে বিবাদের জেরেই এই খুনের(Murder) ঘটনা ঘটেছে। পুলিশ এটাও জানতে পেরেছে মাত্র ১ লক্ষ টাকার জন্য এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ এখন শাহ দম্পতির ওই মেজ জামাইয়ের দূর সম্পর্কের আত্মীয়ের সন্ধান শুরু করেছে।

চলতি সপ্তাহের সোমবার দুপুরে ভবানীপুরে নিজের বাড়িতেই খুন হন ব্যবসায়ী অশোক শাহ ও তাঁর স্ত্রী রশ্মিতা শাহ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে,  অশোক শাহকে ছুরি মেরে খুন করা হয় ও তাঁর স্ত্রীকে গুলি করে খুন করা হয়েছে। খুনের ধরন দেখে পুলিশ প্রথম থেকেই নিশ্চিত ছিলেন পেশাদার খুনীদের দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। তবে তাদের সঙ্গে করে নিয়ে এসেছিল শাহ দম্পতির পরিচিত কেউ। সেই কারনেই শাহ দম্পতি তাদের বাড়ির দরজা খুলে দিয়েছিলেন। দরজা ভেঙে তাই কাউকে ঢুকতে হয়নি। সেই তদন্তে নেমে পুলিশ বুধবার রাতে সন্দেহভাজন ২জনকে আটক করে। রাতভর তাদের লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়েছে। এই দুইজনই পেশাদার খুনী। এদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে গোটা ঘটনার মাস্টার মাইন্ড শাহ দম্পতির মেজ জামাইয়ের এক দূর সম্পর্কের আত্মীয়।

পুলিশ জানতে পেরেছে, শাহ দম্পতির কাছ থেকে মেজ জামাইয়ের ওই দূর সম্পর্কের আত্মীয়ের ভাই ১ লক্ষ টাকা ধার নিয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও সেই টাকা শাহ দম্পতিকে শোধ করা হয়নি। তার জেরে মেজ জামাইয়ের সঙ্গেও মন কষাকষি শুরু হয়েছিল শাহ দম্পতির। এরই মধ্যে টাকা ধার নেওয়া মূল ব্যক্তি অর্থাৎ শাহ দম্পতির মেজ জামাইয়ের দূর সম্পর্কের আত্মীয়ের ভাই মারা যান। যার জেরে টাকা কীভাবে শাহ দম্পতি ফেরত পাবেন তা নিয়ে সমস্যা আরও বেড়ে যায়। সেই সময় মেজ জামাইয়ের দূর সম্পর্কের আত্মীয় জানিয়েছিলেন, তার ভাই যেহেতু টাকা ধার নিয়েছিল তাই ওই টাকা তিনিই শোধ করবেন। কিন্তু পুলিশ দেখছে টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, ওই আত্মীয়ই ভাড়াটে খুনীদের সঙ্গে নিয়ে এসে শাহ দম্পতিকে খুন করে এখন গা ঢাকা দিয়েছে। আর এখানেই পুলিশের প্রশ্ন, যে টাকা দিয়ে ভাড়াটে খুনীদের আনা হয়েছিল খুন করানোর জন্য সেই টাকা ১ লক্ষ টাকার কম নয়। অথচ এই টাকাটাই যদি শাহ দম্পতিকে দিয়ে দেওয়া হত তাহলেই তো বিবাদ মিটে যেত। তা না করে ভাড়াটে খুনী এনে তাঁদের খুন করা হল। তাহলে কী পুরাতন কোনও ঘটনা বা বিবাদ রয়েছে এই খুনের পিছনে? এটাই এখন খতিয়ে দেখছে পুলিশ।

এর পাশাপাশি পুলিশ এটাও জানতে পেরেছে, মেজ জামাইয়ের যে আত্মীয় এই খুনের মাস্টারমাইন্ড তাঁর কাছ থেকে শাহ দম্পতি ১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন যা তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে পারেননি। ওই আত্মীয় বার বার চাপ দিচ্ছিলেন টাকা ফেরত দেওয়ার জন্য। তার জেরে ৩০ হাজার টাকা ফেরত দিয়েছিলেন শাহ দম্পতি। সেই সঙ্গে জানিয়েছিলেন, বাকি টাকা তাঁরা বাড়ি বিক্রি করে ফেরত দেবেন। কিন্তু ওই ব্যক্তির মনে হয়েছিল শাহ দম্পতি হয়তো টাকা ফেরত না দিয়েই বাড়ি বিক্রি করে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করছেন। সেই সন্দেহ থেকেই খুনের পরিকল্পনা। সেই সঙ্গে লক্ষ্য ছিল, শাহ দম্পতির বাড়িতে লুঠ চালিয়ে যতটা সম্ভব টাকা উদ্ধার করে নেওয়া। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কালবৈশাখীর তাণ্ডবে রাজ্যজুড়ে সাতজনের প্রাণহানি

সোমবার সন্ধ্যায় ঝমঝমিয়ে প্রথম কাল বৈশাখীর বৃষ্টি কলকাতা শহরে

মালদা ও মুর্শিদাবাদের নির্বাচনে বুথগুলিকে ঘিরে কড়া নজরদারি কমিশনের

গাছে জল দিতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার, বাগুইহাটিতে মর্মান্তিক ঘটনা

বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, পুরুলিয়াতে শিলা বৃষ্টি শুরু

সুপ্রিম কোর্টে হল না চাকরিহারাদের মামলার শুনানি, সম্ভাবনা আগামিকাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর