এই মুহূর্তে




শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, সন্দেশখালিতে মিছিল তৃণমূলের




নিজস্ব প্রতিনিধি : সন্দেশখালিকাণ্ডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রতিবাদ জানালেন সন্দেশখালির মহিলারা। ত্রিমোহিনী এলাকায় মিছিল করে এসে বিক্ষোভ দেখান তাঁরা। মিছিলে নেতৃত্ব দেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো।

গত ফেব্রুয়ারি-মার্চ মাসে সন্দেশখালির যে সব এলাকায় বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে, তার মধ্যে রয়েছে এই ত্রিমোহিনী এলাকা। এদিন এই এলাকাতেই জমায়েত হন সন্দেশখালির মহিলারা। সেখানেই বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো জানান, ‘সন্দেশখালিতে মহিলাদের দিয়ে নাটক করে ভোটের ফায়দা তুলতে চেয়েছিল বিজেপি। মহিলাদের ধর্ষিতা বানিয়ে গোটা বাংলাকে অপমান করেছে বিজেপি। এতে সন্দেশখালির মহিলারা গর্জে উঠেছেন। প্রতিবাদ করেছেন। মিছিল করেছেন।‘

একইসঙ্গে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিশানা করে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো জানান, ‘রেখা পাত্র প্রতিবাদের মুখ নন, আসলে ষড়যন্ত্রের মুখ। রেখা পাত্র কোনও আন্দোলন করেননি। যদি আন্দোলন করতেন, তাহলে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ও কথা বলতেন না। তাহলে গঙ্গাধর কয়াল বলতেন না যে রেখা পাত্র ২ হাজার টাকা নিয়ে ধর্ষণের কেস সাজিয়েছেন।‘

এদিন বিক্ষোভ সমাবেশে যোগ দিতে দেখা গিয়েছে সন্দেশখালির মেয়ে কাকলি মণ্ডল, সুপ্রিয়া পাত্রেরা। এদিন বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তাঁরা জানান, ‘সন্দেশখালি নিয়ে নোংরা রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালির মহিলাদের অসম্মান করেছেন। তাই শুভেন্দু অধিকারীর উপযুক্ত শাস্তি চাই।‘ উল্লেখ্য, সন্দেশখালির ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল জানিয়েছিলেন, সন্দেশখালিতে মহিলাদের কোনও ধর্ষণ হয়নি। মেয়েদের দিয়ে সাজিয়ে অভিযোগ করানো হয়েছে। একইসঙ্গে গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছিল, শুভেন্দু অধিকারীর নির্দেশে সব হয়েছে। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক ন্যাজাটে বিজেপি নেতা শুভঙ্কর গিরিকে সব নির্দেশ দিতেন। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভাঙরের কাশীপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর প্রতিবাদে কাজ বন্ধ করল গ্রামবাসীরা

মহেশতলা এসবিআই ব্যাংকের চুরির ঘটনায় গ্রেফতার ব্যাংকের প্রাক্তন কর্মী ও তার আত্মীয়

বাংলাদেশীদের সামাজিক বয়কটের ডাক হিন্দু মহাসভার

কৃষ্ণনগরে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে শতাধিক কর্মীর তৃণমূলে যোগদান

সোমে বিধানসভায় শপথ নেবেন উপনির্বাচনে জয়ী তৃণমূলের ৬ বিধায়ক

হাতিয়াড়াতে প্রোমোটারের বাহিনীর হাতে আক্রান্ত জমির মালিক, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর