এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিদ্যুৎ দফতরকে না জানিয়ে বাড়িতে AC, ২৫০০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: গরমের হাত থেকে রেহাই পেতে কলকাতা(Kolkata) শহরের পাশাপাশি শহরতলি ও জেলার শহরগুলিতেও বাড়িতে বাড়িতে AC মেশিন(AC Machine) বসানোর ধূম পড়ে গিয়েছে। আর তার জেরে অনেক সময়েই দেখা যাচ্ছে বাড়তি এই লোড টানতে না পেরে অনেকে এলাকাতেই বিদ্যুৎ সংযোগই(Electric Connection) বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেকেই তো আবার বিদ্যুৎ দফতর বা বিদ্যুতের সংযোগ দেওয়া বেসরকারি সংস্থাকে কোনও কিছু না জানিয়েই, বিনা অনুমতিতেই বাড়িতে AC মেশিন বসিয়ে নিচ্ছেন। এমনটাও দেখা গিয়েছে যার বাড়িতে একটি AC মেশিন বসানোর ছাড়পত্র দেওয়া হয়েছে, তিনিই বাড়িতে ৩টি AC মেশিন বসিয়ে নিচ্ছেন। আর এই সবের জন্য এলাকা ভিত্তিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবার এই ঘটনা ঠেকাতে উদ্যোগী হল রাজ্য বিদ্যুৎ দফতর(West Bengal Power Department)। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা এই বিনা অনুমতিতে বা না জানিয়ে বাড়িতে AC মেশিন বসিয়েছেন তাঁদের একধার থেকে মেশিন পিছু জরিমানা(Fine) করা হবে। সেই জরিমানার পরিমাণ মেশিন পিছু ২৫০০ টাকা।

আরও পড়ুন মোদির আগেই এল আশ্বাস, মমতার বাংলা পাবে ৩৫০০ কোটি টাকা

প্রাথমিক ভাবে সূত্রে জানা গিয়েছে, এলাকা ধরে ধরে এই অভিযান শুরু করা হচ্ছে চলতি মাসেই। বাড়ি বাড়ি হানা দেবেন বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা বা বিদ্যুৎ সংযোগ দেওয়া সংস্থার আধিকারিকেরা। সূত্রে জানা গিয়েছে, কারও বিল হুট করে বেড়ে গেলেই তাঁর বাড়িতে হানা দেবেন বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা। তাঁরা কার্যত সেই বাড়িতে সরেজমিনে তদন্তে যাবেন। বিনা অনুমতিতে AC মেশিন বসানো হলে তার জন্য নির্দিষ্ট কোটেশন ফি জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। তা জমা না করলে বিদ্যুতের বিলের সঙ্গে কোটেশন ফি যোগ করে দেওয়া হবে। তা না দিলে সবশেষে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। তাই যারা নিজের নিজের বাড়িতে বিনা অনুমতিতেই AC মেশিন বসিয়েছেন তাঁরা কিন্তু এবার সজাগ সতর্ক হন। বিনা অনুমতির AC মেশিন বসানোর জন্য তাঁদের কিন্তুএ এবার মেশিন পিছু আড়াই হাজার টাকা গুণতে হবে।

আরও পড়ুন চলতি বছরেই বাংলায় নয়া ৭ জেলা, দ্রুত গঠন চান মুখ্যমন্ত্রী

কী বলছেন বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা? তাঁদের দাবি, বাড়ি তৈরির সময় অনেকেই সাধারণ Domestic Connection নেন। সেই অনুযায়ী এলাকার ট্রান্সফরমারে সংশ্লিষ্ট ফেজে বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রতিটি এলাকার গ্রাহক সংখ্যা বিদ্যুতের চাহিদা অনুযায়ী ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার বসানো হয়। সেই ট্রান্সফরমার থেকে একাধিক ফেজের মাধ্যমে গ্রাহকদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছয়। কিন্তু দেখা যাচ্ছে বিদ্যুৎ দফতরকে না জানিয়েই বিনা অনুমতিতেই কেউ কেউ বাড়িতে AC মেশিন বসিয়ে নিচ্ছেন। কারও আবার ১টি মেশিন বসানোর অনুমতি দেওয়া হলেও দেখা যাচ্ছে তিনি বাড়িতে ২-৩টি AC মেশিন বসিয়ে নিচ্ছেন। এর ফলে যে বাড়তি বিদ্যুতের চাহিদা তৈরি হচ্ছে তার জেরে চাপ পড়ছে এলাকার ট্রান্সফরমারে। হঠাৎ করে সেই এলাকায় বিদ্যুতের চাহিদা বেড়ে যাচ্ছে। তাতে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ বণ্টনে সমস্যা হচ্ছে। তার জেরে বিদ্যুৎ বিভ্রাটও ঘটছে। তার ফল ভোগ করতে হচ্ছে এলাকার গ্রাহকদের। এতে বিদ্যুৎ দপ্তরের প্রতিও গ্রাহকরা অসন্তুষ্ট হচ্ছেন। চলতি মরশুমে গরম বেশি থাকায় সাধারণ মধ্যবিত্ত বাড়িতেও AC মেশিন বসেছে। তাই এবার সেই সমস্যা প্রকট হচ্ছে। তাই সব দিক খতিয়ে দেখেই এই অভিযান হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

সুবীরেশ-কল্যাণময়কে নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তথ্য পেশ তাঁদের আইনজীবীর

চাকরি বাতিলের জেরে একাধিক  স্কুলে বন্ধের মুখে বিজ্ঞান বিভাগ

একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত নম্বর লাগবে? জানিয়ে দিল পর্ষদ

‘দলের সবথেকে বেশি ক্ষতি করেছে’, কুণালকে তোপ জেলবন্দি পার্থর

শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপালকে খোঁচা শশী পাঁজার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর