এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মোদির আগেই এল আশ্বাস, মমতার বাংলা পাবে ৩৫০০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসেই বাংলায়(Bengal) পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে সেই সফরের দিনক্ষণ ও কর্মসুচী এখনও চূড়ান্ত হয়নি। একাধিক কর্মসূচী নিয়েই বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। সরকারি ও দলের অনুষ্ঠানের পাশাপাশি তিনি করবেন জনসভাও। তাঁর সেই সফরের আগেই অবশ্য বাংলাকে ৩৫০০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিল মোদি সরকার(Modi Government)। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা(PMGSY) প্রকল্পে বাংলার বুকে ৩৬০০ কিমি রাস্তার অনুমোদন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারকে। সেই প্রকল্পের জন্য রাজ্য সরকারের হাতে প্রায় ৩৫০০ কোটি টাকা তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

১০০ দিনের কাজ এবং আবাস প্লাসের টাকা কেন্দ্র যে রাজনৈতিক স্বার্থেই আটকে রেখেছে, তা গ্রামোন্নয়ন মন্ত্রকের রাজ্যওয়াড়ি পর্যালোচনা বৈঠকে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন দিল্লির আমলারা। কিন্তু সামনের বছরই ভোট। সেই নির্বাচনে বিজেপি(BJP) যে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না সেটা গেরুয়া শিবিরের সব নেতারাই বেশ ভালই বুঝতে পারছেন। তাই কিছুটা হলেও তৃণমূলকে(TMC) হাতে রাখার জন্য এখন প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পকে বাংলায় ভাল ভাবে রূপায়ণে জোর দিচ্ছে মোদি সরকার। গত অর্থবর্ষেও বাংলায় কেন্দ্রের তরফে এত সংখ্যক গ্রামীণ রাস্তা তৈরির অনুমোদন দেওয়া হয়নি। এবারে তা দেওয়া হচ্ছে। কোন কোন রাস্তা সারাই হবে, কোথায় নতুন রাস্তা তৈরি হবে সেই সব তালিকায় আগেই চেয়ে পাঠিয়েছিল কেন্দ্র। মে মাসে সেই সব রাস্তার তালিকা নবান্ন থেকে দিল্লিতে পাঠিয়ে দেওয়াও হয়েছে।

যদিও প্রশ্ন উঠছে, রাজ্য সরকার যখন ৩ হাজার টাকা খরচ করে রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের মাধ্যমে ১২ হাজার কিমি রাস্তা নির্মাণ করছে তখন এই একই কাজের জন্য কেন্দ্র কেন টাকা পাঠাচ্ছে? এই টাকার থেকে তো অনেক বেশি প্রয়োজন ছিল গ্রামের গরিব মানুষদের ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা পাঠানো। সেটা না করে এখন রাস্তার জন্য টাকা পাঠিয়ে মোদি সরকার কী পঞ্চায়েত নির্বাচনে মমতার দলকে ফাঁকা মাঠে গোল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে! কেননা রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের মাধ্যমে বাংলা জুড়ে যা কাজ চলছে তা পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বড় বাজি হতে চলেছে। সেই জায়গায় কার্যত বিজেপি চূড়ান্ত ভাবে কোনঠাসা হয়ে গিয়েছে। এখন কেন্দ্র থেকে রাস্তার জন্য টাকা পাঠিয়ে বিজেপিকে কার্যত মমতার রাস্তা নির্মাণের সাফল্যে ভাগ বসাতে বল ঠেলে দিচ্ছে মোদি সরকার। কার্যত ওয়াকিবহাল মহলের তেমনটাই ধারনা।

তবে নবান্নের আধিকারিকেরা জানিয়েছেন, এখন শুধুই আশ্বাস এসেছে। টাকা কবে আসবে, কয় দফায় আসবে, সঙ্গে কী কী শর্ত জুড়বে, এসবের কিছুই কেন্দ্রের তরফে এখনও জানানো হয়নি। তবে যদি টাকা দ্রুত আসে তাহলে বাংলায় গ্রামীণ সড়কের চেহারাটাই বদলে যাবে। কেন্দ্রের এই প্রকল্পের মাধ্যমে তৈরি ও সংস্কার করা যাবে ১০ বছরের পুরনো রাস্তাগুলি। পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে গ্রামবাংলার ছোট ও মাঝারি রাস্তার ‘মেকওভার’ হচ্ছে। আর কেন্দ্রীয় প্রকল্পের সাহায্যে বড় বড় রাস্তাগুলি ঠিক করে দেওয়া যাবে। ফলে গ্রামের রাস্তা খারাপ রয়েছে, এমনটা আর বলা যাবে না। কেন্দ্রের কথামতো জেলা ধরে ধরে রাস্তার তালিকা পাঠানো হয়েছে। এক্ষেত্রে কতদিনে তা মঞ্জুর করে রাজ্যকে টাকা দেওয়া হবে, তার অপেক্ষায় রয়েছে পঞ্চায়েত দফতর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম আপিলের শুনানির সম্ভাবনা ৩ মে

৫০ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা, তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী

মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়, প্রচারে হাওড়া পুরনিগম

নির্মাণ বর্জ্য হস্তান্তরের বিল না দেখালে কলকাতায় বন্ধ হবে বাড়ি তৈরির কাজ

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর