এই মুহূর্তে




আমডাঙায় জাতীয় সড়ক সম্প্রসারণে অতি দ্রুত বন্ধ কাজ শুরু করতে কড়া নির্দেশ হাইকোর্টের




নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙায় জমি জটে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার এই জাতীয় সড়কে রাস্তা সম্প্রসারণের কাজ করতে গিয়ে প্রশাসন বাধার সম্মুখীন হচ্ছে। তাই এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিল। প্রশাসনকে এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে(NHI) হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় জেলায় পুলিশের সংখ্যা কম থাকলে আশেপাশে জেলা থেকে এমনকি ব্যাটেলিয়ান থেকে ফোর্স নিয়ে এসে ওই রাস্তা সম্প্রসারণের জন্য কাজ শুরু করতে হবে অবিলম্বে। কোনভাবেই যাতে ওই জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ আটকে না যায় তা দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

হাইকোর্টে(High Court) জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানায় স্থানীয় গোলমালের জন সম্প্রসারণ এর কাজ আটকে রয়েছে। এলাকার মানুষজন বাধা দেওয়ায় সেখানে কাজ এগনো যাচ্ছে না। স্থানীয় মানুষজন রাস্তা অবরোধ করে রেখে দিচ্ছে। ১২ নম্বর জাতীয় সড়কে বারাসাত ডাকবাংলা মোড় থেকে আমডাঙার সন্তোষপুর পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হয়ে গিয়েছে। কিন্তু আমডাঙার সন্তোষপুর থেকে রাজবেড়িয়া মোট পর্যন্ত সম্প্রসারণের কাজ আটকে রয়েছে সেখানকার জমি দাতারা বাধা দেওয়ায়। ওই এলাকায় জমিদাতাদের আর্থিক ক্ষতিপূরণের জন্য সাড়ে ৭০০ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকার রাজ্য কোষাগরে জমা দিয়েছে তার মধ্যে ইতিমধ্যে ৪০০৮৮ কোটি টাকা দেওয়া হয়েছে জমিদাতাদের। কিন্তু এই এলাকায় রাস্তার ধারে সরকারি জমি দখল করে যারা রয়েছেন তারা নিজেদের জমিদাতা বলে ক্ষতিপূরণ দাবি করছে। এরপরই হাইকোর্ট করা নির্দেশ দেয় যত দ্রুত সম্ভব জটিলতা কাটিয়ে রাজ্য সরকারকে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ করতে হবে।

একইভাবে কাজ আটকে রয়েছে উত্তরবঙ্গের(North Bengal) বিন্নাগুড়ি ও ধূপগুড়ি এলাকায়। এই দুই জায়গাতেই নির্দেশ কার্যকর হলো কিনা ২৭ শে মার্চ সব পক্ষকে রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। যেখান থেকে যত পুলিশ ফোর্স লাগুক তা নিয়ে এসে বন্ধ হয়ে থাকা কাজ অতি দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টে নিযুক্ত স্পেশাল অফিসার অনিন্দ্য লাহিড়ী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই সম্প্রসারণের কাজ বন্ধ হয়ে রয়েছে ।তার ফলে যাতায়াতের চরম দুর্ভোগ হচ্ছে উত্তরবঙ্গ গামী মানুষজনের।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দোল ও হোলিতে গোলমাল প্রসঙ্গে বিধানসভায় ব্যাপক হইচই বিজেপির, নিন্দায় সরব শাসক দলের বিধায়করা

ইডিকে বয়ান দিলেন পার্থর জামাই, কী বললেন নিয়োগ কেলেঙ্কারি নিয়ে?

কলকাতা বিমানবন্দরে লক্ষ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা-সহ আটক এক যাত্রী

বিধানসভা ভোটে ‘পুরনো’ অস্ত্রেই বিরোধীদের ঘায়েল করার কৌশল তৃণমূল কংগ্রেসের

আগামী সপ্তাহের সোম ও মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘট, ব্যাহত হবে এটিএম পরিষেবা

দু’সপ্তাহ পার করে সোমবার বিশ্ববিদ্যালয়ে এলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর